মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগ | WB HEALTH 10 Pass Job Recruitment 2022

 পশ্চিমবঙ্গের মাধ্যমিক পাশের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ সহ আরো বেশ কিছু জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবারও রাজ্যের নতুন আরেকটি জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই খবরটি অবশ্যই বিস্তারিত ভাবে জেনে নিন।


পদের নাম:
এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- Accredited Social Health Activist ।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আপনি যদি উচ্চ শিক্ষিত হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে আপনার মাধ্যমিক পাস যোগ্যতাই শুধুমাত্র গণ্য করা হবে।


মোট শূন্যপদ:
এখানে মোট 71টি শূন্য পদ রয়েছে।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার কাগজপত্র সংযুক্ত করে খামে ভরে সেটি আপনার বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।


নিয়োগ স্থান:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে।


আবেদনপত্রের সঙ্গে আপনাকে যেসব কাগজপত্র জমা দিতে হবে :
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিম্নলিখিত কাগজপত্রগুলো জেরক্স করে স্বপ্রত্যায়িত করে জমা দিতে হবে।
জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড।
আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে তার সার্টিফিকেট।
মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশীট।
দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহের প্রমাণপত্র বা ডিভোর্স হলে ডিভোর্সের প্রমাণপত্র বা বিধবা হলে স্বামীর ডেট সার্টিফিকেট


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আপনি যদি রিজাভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 22 বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
ইতিমধ্যেই এখানে 12 ই জানুয়ারি 2022 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 12 ই ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত।

Bandipur-I Notice & Form: Click Here

Bandipur-II Notice & Form: Click Here

 Gapibllavpur-I Notice & Form: Click Here

Gapibllavpur-II Notice & Form: Click Here

 Jambani Notice & Form: Click Here

 Jhargram Notice & Form: Click Here

Nayagram Notice & Form: Click Here

Sankrail Notice & Form:  Click Here

OFFICIAL WEBSITE: CLICK HERE

Leave a Comment