মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ | WB Honorary health worker Recruitment

 

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। কিন্তু রাজ্য সরকারের যে কোন চাকরি চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও সেই কর্মীকে আর চাকরি থেকে বরখাস্ত করা হয় না, তাকে চুক্তিভিত্তিক ভাবেই স্থায়ী কাজের সুযোগ করে দেওয়া হয়। এমনই কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও নিচে অফিশিয়াল নোটিফিকেশন আছে যেগুলো ভালো করে দেখে নিতে পারেন।

চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য – পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন


পদের নাম:
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মী (Honorary health worker)


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। আপনি যদি আরো উচ্চশিক্ষিত বা বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার সেই যোগ্যতাকে মূল্য দেওয়া হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের উপর ভিত্তি করেই এই নিয়োগ করা হবে। এছাড়াও আপনার যদি পূর্ববর্তী তে কোন কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে।


বেতন:
আপনাকে এখানে প্রতি মাসে 45,00/- টাকা করে বেতন দেওয়া হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 30 -40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি হিজাব ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার পেজ 22 – 40 বছরের মধ্যে হলেও হবে।


আবেদন পদ্ধতি:
আপনাকে এখানে সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাকে আবেদনের ফরমটি পূরণ করে মেদিনীপুর পৌরসভা তে পাঠাতে হবে।


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 15 ডিসেম্বরের আগে আবেদন করতে হবে।


কি কি ডকুমেন্ট জমা দেবেন:
আপনাকে এখানে যেসব ডকুমেন্ট জেরক্স করে জমা দিতে হবে সেগুলি হল-

  • মাধ্যমিকের এডমিট কার্ড,
  • মাধ্যমিকের মার্কশীট,
  • বসতির প্রমাণপত্র
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • আপনার কাজ সার্টিফিকেট যদি থাকে তাহলে কার সার্টিফিকেট।


আবেদন মূল্য:
আপনি এখানে আবেদন করতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন। আপনাকে এখানে আবেদন করতে কোন রকম টাকা দিতে হবে না।


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনার শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে আপনাকে নিয়োগ করা হবে।

চাকরির সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য আপনারা অফিশিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হল।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE
bengalpravakar.com

View Comments

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

6 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

7 days ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago