মাধ্যমিক পাশে পোস্ট অফিসের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | 10 pass Post Office Group-C Recruitment

 

পোস্ট অফিসে মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় পোস্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। প্রচুর বেতনে মাধ্যমিক পাশের গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। এখানে ভারতীয় নাগরিক হলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হলো আপনি এখানে চাকরি করার আগে অবশ্যই এগুলো ভালো করে জেনে নিন।


পদের নাম:
এখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 56 বছরের মধ্যে।


নিয়োগ পদ্ধতি:
এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি আপনাকে নিয়োগ করা হবে।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীর আরো বেশ কিছু যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনারা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সরাসরি অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলেই এর মধ্যে আবেদনের ফর্মটি পেয়ে যাবেন। অফলাইনে আবেদন পত্র জমা করার জন্য প্রথমে Annexure -I ও Annexure-II ফরমেট আবেদনপত্রটি ডাউনলোড করে এরপর আপনারা এই ফরমটি A4 পেজে প্রিন্ট আউট করে সেটিই ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি একটা খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Manager, Mail Motor service, Goods Shed Road,Coimbatore, 641001


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কাগজপত্র জমা দেবেন:



1. মাধ্যমিকের এডমিট কার্ড

2. মাধ্যমিকের মার্কশীট

3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

4. ড্রাইভিং লাইসেন্স

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

6. অন্যান্য সার্টিফিকেট যদি থাকে

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment