আবার ভারতীয় রেলে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে এমনটাই ঘোষণা করা হলো । যে সমস্ত চাকরি পার্কে মাধ্যমিক পাস করে আছেন বা আরো অন্যান্য যোগ্যতায় সরকারি চাকরির খোঁজ করছেন তারা ভারতীয় রেলে চাকরি করতে পারেন। ইতিমধ্যেই ঘোষণা করা হলো ভারতীয় রেলের দেড় লক্ষ মত কর্মী নিয়োগ করা হবে যেখানে পুরুষ মহিলা সকল চাকরি প্রার্থীরা চাকরি করতে পারবেন। ইতিমধ্যেই সামনে 2024 এ রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেছেন 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে যার মধ্যে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে আগামী কিছুদিনের মধ্যেই।
পদের নাম: ভারতীয় রেলের বিভিন্ন পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি পদ থেকে শুরু করে আরো বিভিন্ন পদ যেমন- গ্রুপ সি, এনটিপিসি সহ আরো ভারতীয় রেলের যে সমস্ত পদ সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন যোগ্যতায়। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেছেন যার নাম হচ্ছে মিশন মোড এই প্রকল্পের মাধ্যমে সমগ্র রাজ্য থেকে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস হলেই চাকরিপ্রার্থীরা চাকরি করতে পারবেন এছাড়াও উচ্চমাধ্যমিক পাশ ও আরো অন্যান্য যোগ্যতা এখানে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 1 লক্ষ 48 হাজার 463 জন কর্মী নিয়োগ করা হবে। হিসেব অনুযায়ী ভারতীয় রেল আরো প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে। ভারতীয় রেলে গত 8 বছরের হিসেব অনুযায়ী দেখতে গেলে বছরে মাত্র 43678 জন করে কর্মী নিয়োগ করা হয়েছে যার মধ্যে এ বছরের সবথেকে বেশি অর্থাৎ এক লক্ষ 48 হাজার 463 জন কর্মী নিয়োগ করা হবে।
হিসেব অনুযায়ী ভারতীয় রেলের কর্মরত অবস্থায় চাকরিপ্রার্থীর প্রয়োজন 40 লক্ষ 78 হাজার যার মধ্যে 21.75% পদ পাকা রয়েছে। এখানে কেবলমাত্র 31.31 লক্ষ কর্মী কর্মরত রয়েছে এবং বাকি সমস্ত পদ ফাঁকা পড়ে রয়েছে এখনও।
ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে 2014-15 সাল থেকে 2021-22 পর্যন্ত ভারতীয় রেলের মোট কর্মী নিয়োগ করা হয়েছে 3 লক্ষ 49 হাজার 422 জন যার মধ্যে 2022-23 আর্থিক বর্ষে অর্থাৎ চলতি আর্থিক বর্ষের নিয়োগ করা হবে এক লাখ 48 হাজার 463 জন।
বয়স: ভারতীয় রেলে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছর পর্যন্ত।
আবেদন পদ্ধতি: চাকরিপ্রার্থীদের ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তবে অফিশিয়াল নোটিফিকেশন এখনও বেরোয়নি ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে।
নিয়োগ পদ্ধতি: ভারতীয় রেলে চাকরি প্রার্থীদের প্রথমে অনলাইনের মাধ্যমে CBT-1 পরীক্ষা নেওয়া হয় এবং যারা এই পরীক্ষায় পাশ করেন তাদের পরবর্তী পর্যায়ে CBT-2 পরীক্ষা বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয়।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…