ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(BSF) এর কনস্টেবল পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 2788 গুলি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যার মধ্যে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে 2651 টি পদে এবং মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে 137 টি পদে। মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে চাকরি করতে চাইলে আপনাকে সরাসরি বিএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।
পদের নাম: এখানে যেসব শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
CT Cobbler – 88
CT Tailor – 47
CT Cook – 897
CT Water Carrier – 510
CT Washer Man – 338
CT Barber – 123
CT Sweeper-617
CT Carpenter – 13
CT Painter – 03
CT Electrician – 04
CT Draughtsmen – 01
CT Waiter – 06
CT Mali – 04
মোট শূন্যপদ: সব মিলিয়ে এখানে মোট 2788 গুলি শূন্যপদ রয়েছে, যার মধ্যে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে 2651 টি পদে এবং মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে 137 টি পদে।
বেতন: আপনি যদি এখানে চাকরি পারেন তাহলে আপনাকে প্রতি মাসে 21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এর সঙ্গে আপনাকে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ভোকেশনাল ইনস্টিটিউট এর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী হন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনি বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.bsf.gov.in । নিচে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: এখানে প্রথমে আপনাকে শারীরিক দক্ষতা পরীক্ষা নিরীক্ষা করে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার কাগজপত্র যাচাই করা হবে। এরপর আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষায় পাস করলে আপনার মেডিকেল টেস্ট করা হবে এবং সবকিছুতে আপনি সফল হলে আপনার নিয়োগ হয়ে যাবে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…