আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। আর দীর্ঘদিন ধরে এই দারিদ্র্যতার ভার বহন করতে করতে তারা এতটাই ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছেন যে তারা তাদের নিজেদের এবং তাদের পরিবারের লোকজনের স্বাস্থ্যের খেয়াল রাখার কথা প্রায় ভুলতে বসেছেন। কিন্তু আমাদের রাজ্যের অন্যান্য ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মতোই তারাও তো মানুষ, তারা তো আর ফেলনা নন, বাকি সকলের মতো তাদের ও তো সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার আছে। তাই তাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে আমাদের রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিস গুলির মাধ্যমে আশা কর্মী নিয়োগ করে তাদের শারীরিক অবস্থার খবরাখবর নেওয়ার ব্যাবস্থা করেন। আর এই কারণেই কিছুদিন যাবৎ আমাদের রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ব্লক অফিসের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে আশা কর্মী নিয়োগ প্রক্রিয়াকরন শুরু হয়েছে। আজ আবারও এমনই এক খুশির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। পশ্চিমবঙ্গের অন্তর্গতবেশ কিছু জেলার বেশ কিছু ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র বিধবা, বিবাহিতা ও স্বামী পরিত্যক্তা মহিলারাই এখানে আবেদনের জন্য যোগ্য। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থার নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কালিম্পং জেলার কার্সিয়াং ব্লক অফিসের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত গুলিতে বেশ কিছু সংখ্যক সামাজিক স্বাস্থ্য কর্মী অর্থাৎ আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে তাহলেই আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং এক্ষেত্রে শর্ত কেবল একটাই আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অবশ্যই একজন বিবাহিতা, বিধবা/ বিবাহ বিচ্ছিন্না মহিলা হতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৩/১২/২০২২ অনুযায়ী ৩০-৪০ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ২২ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:-
আশা কর্মী পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কারণ এক্ষেত্রে অনলাইন আবেদনের কোনো রুপ ব্যাবস্থা নেই। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষের দিকে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশন PDF এর ৬ নম্বর পৃষ্ঠায় এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেখানে আপনার নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, ইত্যাদি লিখে এবং আপনার বর্তমান marital status এর পাশে টিক মার্ক দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর ফর্মের মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে একটি recent তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো চিটিয়ে দিন এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) এরপর মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ যদি আরও কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৬) এরপর এই সবকিছু একসাথে একটি খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারলেই আপনার আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় তথ্য প্রমান গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) পঞ্চায়েত প্রদত্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৪) মাধ্যমিক সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) বিবাহিতা/ বিধবা/ বিবাহ বিচ্ছিন্না তার প্রমাণ হিসেবে কোর্টের দেওয়া সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) এক কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে আবেদন পত্র জমা পড়ার পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য ডকুমেন্টস বিচার করে দেখে একটা ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময় সীমা ও আবেদন পত্র ঠিকানা:-
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গতকাল অর্থাৎ ২৩/১২/২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৩/০১/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা বেশি দেরি না করে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র জমা করেই দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Block Development Officer,
Kursiong.