চাকরিপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত গ্রুপ ডি ও গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো জায়গার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে পুরুষ অথবা মহিলা সকলেই আবেদনযোগ্য। এখানে সরাসরি নিয়োগ করা হবে । ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে যেগুলো ভালো করে জেনে নিতে পারেন।
পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক( LDC)
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 19,000/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: MTS
MTS এর মধ্যেও আবার অনেকগুলি পদ রয়েছে সেগুলি হল-
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Carpenter
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 19,000/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Cook
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 19,000/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Equpment Repairer
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Syce
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Barber
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Washerman
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে ।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
পদের নাম: Model Maker
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনার ITI সার্টিফিকেট দরকার।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে 19,000/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত দেওয়া হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ফরম টি আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্রটি আপনাদের নিকট ঠিকানাই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: “The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN – 422102”
আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দেবেন:
আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যে আবেদনপত্রটি প্রকাশিত হয়েছে এবং আবেদনপত্র প্রকাশের 28 দিনের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…