পশ্চিমবঙ্গে ক্লার্ক, স্টেনোগ্রাফার ও MTS পদের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে পুরুষ ও মহিলা সকল প্রার্থী আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের তথা ভারতীয় বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে কর্মচারী রাজ্য বীমা নিগমের তরফে। এখানে সরাসরি ও রেগুলার বেসিস নিয়োগ করা হবে। আপনি যদি সরকারের চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য অবশ্যই একটি বড় সুযোগ। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে ।
1. পদের নাম: Multi-Tasking Staff (MTS)
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: এখানে আপনাকে সপ্তম সেন্ট্রাল পে কমিশন Pay Level – 1 অনুযায়ী প্রতিমাসে Rs. 18,000-56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST পার্টি হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
2. পদের নাম: স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও এখানে চাকরি করতে হলে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
বেতন: এখানে আপনাকে সপ্তম সেন্ট্রাল পে কমিশন Pay Level – 4 অনুযায়ী প্রতিমাসে Rs. 25,500-81,100 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST পার্টি হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
3.পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক(UDC)
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন বা ডিগ্রী পাস হতে হবে। এছাড়াও এখানে চাকরি করতে হলে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
বেতন: এখানে আপনাকে সপ্তম সেন্ট্রাল পে কমিশন Pay Level – 4 অনুযায়ী প্রতিমাসে Rs. 25,500-81,100 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST পার্টি হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল –www.esic.nic.in । এখানে আবেদন করার আগে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আবেদন করতে হবে। আবেদন করার সময় আপনাকে নিচের দেওয়া ডকুমেন্টস গুলো কে আপলোড করতে হবে-
এটা লিখবেন- “I, _______ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”
আবেদন সংক্রান্ত ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে নিতে পারবেন।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…