মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ | WB School Group-D Recruitment

 

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের নতুন করে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য বিশাল বড় একটা সুখবর। এখানে আবেদন করার পরে আপনার নাম short-listed হবে এবং আপনার লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়ে যাবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া হল যে গুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম:
এখানে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- জেনেরাল ইম্প্লই (গ্রুপ ডি)।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এছাড়া আপনার যদি পুর্বের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে।


বয়স
: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে।


বেতন
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার প্রতি মাসে এ লেভেল ওয়ান এ লেভেল 1 অনুযায়ী 18000/- টাকা থেকে 56900 /- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি
: এখানে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন ফরম টি স্কুলের ওয়েবসাইট থেকে বা নিচের নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর আপনাকে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটিকে পোস্ট অফিসের মাধ্যমে স্কুলের ঠিকানাই পাঠাতে হবে।


আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
আপনি এখানে আবেদন করতে চাইলে আপনাকে 12 জানুয়ারির 2022 তারিখের আগে আবেদনপত্রটি পাঠাতে হবে। এরপর 15 ই জানুয়ারি আপনার নাম short-listed হবে এবং অফিশিয়াল নোটিফিকেশন এ জানানো হবে । এরপর 21 জানুয়ারি আপনার লিখিত পরীক্ষা নেওয়া হবে।


আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস জমা দিতে হবে:

1. আবেদনপত্র পূরণ করে করে তার সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।

2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট

3. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

OFFICIAL NOTICE : CLICK HERE

OFFICIAL WEBSITE: www.sainikschoolpurulia.com
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment