আমাদের রাজ্যে এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। আর দীর্ঘদিন ধরে এই দারিদ্র্যতার ভার বহন করতে করতে তারা এতটাই ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছেন যে তারা তাদের নিজেদের এবং তাদের পরিবারের লোকজনের স্বাস্থ্যের খেয়াল রাখার কথা প্রায় ভুলতে বসেছেন। কিন্তু আমাদের রাজ্যের অন্যান্য ধনী ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মতোই তারাও তো মানুষ, তারা তো আর ফেলনা নন, বাকি সকলের মতো তাদের ও তো সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার অধিকার আছে। আর সেই কারণেই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেই সকল দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদেরকে সকল প্রকার স্বাস্থ্যমূলক পরিষেবা প্রদানের জন্য রাজ্যের প্রতিটি জেলার ব্লকে ব্লকে বিভিন্ন শূন্যপদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই রাজ্যের যে কোনো জেলার যে কোনো জায়গা থেকেই ন্যুনতম মাধ্যমিক উত্তীর্ণ সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েত গুলির অধীনে থাকা Health Sub Center গুলিতে Block Programme Co- Ordinator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবেদন পদ্ধতি:-
এই দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আবেদনকারীকে মোবাইল বা কম্পিউটারের browser open করে search box এ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in / www.bankura.gov.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইট খোলার পর সেখান থেকে এই দপ্তরের আবেদন পত্রটির একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
৩) এরপর সেই ফর্মে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) এরপর ফিলাপ করা ফর্মের মধ্যে ফটো লাগানো ও সিগনেচার করার জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার recent তোলা একটি পাসপোর্ট সাইজের ফটো ফটোর জন্য দেওয়া স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
৫) এরপর আপনার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সহ আরও যদি কোনো ডিগ্ৰি থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
৬) সবশেষে এই সমস্ত সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলির সঙ্গে পূরণ করা আবেদন পত্র যুক্ত করে একটি খামে ভরে খামের মুখ ভালো করে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে পারলেই আপনার আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্র অফলাইনের মাধ্যমে জমা দেওয়ার সময় আবেদন পত্রের সঙ্গে আপনার নিজের যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২)স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) আবেদনকারীর নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) আশা কর্মী পদে কাজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৮) পঞ্চায়েত প্রদত্ত স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৯) একটি খালি খাম ও একটি ৫ টাকা দামি পোস্টাল স্ট্যাম্প।
শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত Block Programme Co-Ordinator পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি পাস করার পর কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Sociology/Social Science/Social Anthropology/Social Work/Economics বিষয়ে মাস্টার ডিগ্ৰি complete করে থাকতে হবে। সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর কাজে পারদর্শী হতে হবে। এছাড়াও উল্লেখিত দপ্তরে কমপক্ষে ১-২ বছর আশা কর্মী পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮ বছরের উর্ধ্বে। আবেদনকারী প্রার্থীদের মধ্যে যারা শেষ পর্যন্ত উল্লেখিত পদের জন্য নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে উচ্চহারে বেতন দেবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের আ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে প্রথমে একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা সফল হবেন তাদের ই-মেইল করে বা পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সেই সঙ্গে তাদের আশা কর্মী পদে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কিত বিষয়ে একটি মৌখিক পরীক্ষাও নেওয়া হবে এই সব কিছুতে যারা শেষ পর্যন্ত উত্তীর্ণ হবেন তাদের নামের একটি তালিকা তৈরি করে সেই অনুযায়ী জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময় সীমা:-
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদের জন্য অফলাইন অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১২/১২/২০২২ পর্যন্ত। তাই বেশি দূরে না গিয়ে নিজের বাড়ির কাছেই সরকারি চাকরি পাওয়ার জন্য যত শীঘ্র সম্ভব এই দপ্তরে চাকরির জন্য আবেদন করে ফেলুন।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র জমা দিতে হবে। ঠিকানাটি হল-
To,
The SDO, Bankura Sadar
P.O+P.S- Bankura
Dist- Bankura
Pin- 722101
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…