বছর তিনেক আগে ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে যে ১ লক্ষ শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তা বারংবার করোনা নামক ভয়ঙ্কর মহামারীর একটা করে নতুন নতুন ঢেউ সারা দেশ জুড়ে হানা দেওয়ার কারনে স্থগিত হয়ে যাচ্ছে। ফলে যারা মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা একপ্রকার আশাই ছেড়ে দিয়েছিলেন। ভেবে নিয়েছিলেন মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে চাকরির বিজ্ঞপ্তি বেরোনোর বুঝি আর কোনো আশা নেই। তবে যাই হোক শেষমেশ তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য রেলের তরফ থেকে বেশ কিছু সংখ্যক শূন্যপদে মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী গ্ৰুপ ‘সি’ অর্থাৎ ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রতি মাসে ৫,০০০-৯,০০০ টাকা পর্যন্ত স্টিপেন্ড সহ সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের ট্রেনিং করিয়ে ট্রেনিং শেষে চাকরিতে নিয়োগ করা হবে। আর যেহেতু সারা রাজ্য জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সারা দেশের যে কোনো প্রান্ত থেকে সকল মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এমনকি যারা আরও বেশি লেখাপড়া করেছেন তারাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-
Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) এর পক্ষ থেকে রাজ্য রেলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছু সংখ্যক Data Entry Operator and Programming Assistant(COPA) অর্থাৎ টেকনিক্যাল ক্লার্ক পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও NCVT/SCVT প্রদত্ত ITI কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এই যোগ্যতা গুলি থাকলে তবেই সেই চাকরিপ্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন নচেৎ নয়।
বয়সসীমা-
এখানে উল্লেখিত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০৪/২০২২ অনুযায়ী ১৮-২৫ বছরের মধ্যে। তবে SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, শারীরিক ভাবে অক্ষম প্রার্থীরা (PwBD) ১০ বছর এবং Ex-Serviceman এ রা ১০ বছর পর্যন্ত সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতির বর্ননা:-
সংশ্লিষ্ট দপ্তরে Data Entry Operator and Programming Assistant পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই মোবাইল বা ল্যাপটপ থেকে browser open করে সেখানে search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.gov.in লিখে search করুন।
২) এরপর ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩) তারপর সেখানে নিজের কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তবে কারোর যদি আগে কখনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাকে আর নতুন করে করতে হবে না।
৪) এরপর OK Option এ ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, ঠিকানা, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, জন্ম তারিখ, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে OK করুন।
৫) এরপর একে একে এক কপি পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে করে রাখা একটি সিগনেচার, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট/মার্কসীট/স্কুল লিভিং সার্টিফিকেট স্ক্যান করা।
২) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) NCVT/SCVT প্রদত্ত ITI কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) শারীরিক ভাবে যারা অক্ষম তাদের ক্ষেত্রে অক্ষমতার সার্টিফিকেট স্ক্যান করা।
৭) Ex-Serviceman দের ক্ষেত্রে discharge সার্টিফিকেট স্ক্যান করা।
৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
প্রার্থী বাছাই প্রক্রিয়া:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিকে এবং ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই ইন্টারভিউ তে যারা সফল হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং করিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার সময়সীমা:-
Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC) এর পক্ষ থেকে প্রকাশিত Data Entry Operator and Programming Assistant (COPA) পদে চাকরির জন্য আবেদনের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল গতকাল অর্থাৎ ২৯/১২/২০২২ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১২/০১/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করার জন্য যোগ্য ও ইচ্ছুক তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।