মাধ্যমিক পাসে সম্পূর্ণ ফ্রীতে ট্রেনিং করিয়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ | WB GROUP-D RECRUITMENT

 

কয়েক হাজার গ্রুপ ডি এর চাকরি : পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল সরকার। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আর আপনাকে থাকতে হবে না বেকার। এবার থেকে মাধ্যমিক পাশে গ্রুপ ডি কাজের সুযোগ করে দেওয়া হবে সরাসরি ট্রেনিং করানোর মাধ্যমে। এখানে ট্রেনিং করতে কোন রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানো হবে । আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই সুযোগ কোনমতেই মিস করবেন না। এখানে সরাসরি অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে ট্রেনিং করানো সঙ্গে সঙ্গেই আপনাকে চাকরি দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের জন্য এটা বিশাল বড় একটা সুখবর। ইতিমধ্যেই ইএমকেসি ২২/০১ ব্যাচে ফ্রি কোর্স (ট্রেনিং) করিয়ে কয়েক হাজার গ্রুপ ‘ডি’ ও ‘বি’ পদে চাকরির ফ্রি কোর্স-এর জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। চাকরি হতে পারে সারা ভারতের যে কোন জায়গায়।


শিক্ষাগত যোগ্যতা :
এখানে চাকরি করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস বা দশম শ্রেণি উত্তীর্ণ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। অতিরিক্ত শিক্ষাগত যােগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এখানে পার্সেন্টেজ বার নাম্বারের কোন ভ্যালু নেই শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আপনি এখানে আবেদনযোগ্য।

যে সব পদে কর্মী নিয়োগ করা হবে : এখানে যেসব পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে সেগুলো হলো- “ইএমকেসি ফর-পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিওন, রিসেপশনিস্ট ক্লার্ক, রানার, সিম্যান, ইন্সপেক্টর ইনচার্জ, কোর্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, মল্টিটাস্কিং স্টাফ, কুক, স্টুয়ার্ড, অয়েলার ওয়াইপার এবং ফিটার।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২০.০২.২০২২ হিসাবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। OBC প্রার্থীরা অতিরিক্ত 3 বছর এবং SC ও ST প্রার্থীরা বয়সে 5 বছর ছাড় পাবেন।


আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ :
ইতিমধ্যেই এখানে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং এখানে ফ্রি কোর্স-এর অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ-১৭ই ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।


নিয়োগ পদ্ধতি :
আবেদনপত্রের সমস্ত খুঁটিনাটি তথ্য বাছাই করে প্রার্থী নির্বাচন (শর্ট লিস্ট) হবে। নির্বাচিত হলে ইসিলেশন লেটার পাবেন আপনার রেজিস্টর ইমেল আইডিতে এবং আপনার মােবাইলনম্বরে একটি এসএমএস পাঠানাে হবে। তারপর প্রথম পর্যায়ের বেসিক ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। প্রথম পর্যায়ের ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হওয়ার পর থাকবে গ্রুপ ডিসকাশন এবং তারপর থাকবে ডাক্তারি পরীক্ষা। সবশেষে থাকবে পুলিশ ভেরিফিকেশন, শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য সার্টিফিকেট সহ সমস্ত নথিপত্রের ভেরিফিকেশন। সমস্ত ধরনের পরীক্ষা ও ভেরিফিকেশন সফল হলে চূড়ান্ত মেধাতালিকায় নাম প্রকাশিত হবে এবং সেইসঙ্গে চুড়ান্ত মনােনয়ন পত্র দেওয়া হবে। চুড়ান্ত মনােনয়ন পত্র পাওয়ার পর মনােনয়ন প্রাপ্ত প্রার্থী, চাকরিতে যােগদানের পূর্বে প্রার্থীকে নিজের দায়িত্বে প্রি ইএমকেসিসার্টিফিকেট এবং এসআইডি সংগ্রহ করতে হবে। এইডকুমেন্টগুলি বাের্ড কর্তৃপক্ষের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন।


নির্বাচন প্রার্থীদের ফল প্রকাশ:
নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে ২৮শে ফেব্রুয়ারি ২০২২ তারিখে, বাের্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থী তার নিজের অ্যাপ্লিকেশন নম্বর ব্য রেজিস্ট্রেশনম্বর এবং জন্মতারিখ দিয়ে প্রার্থী তার ফলাফলের বিবরণ দেখতে পারবেন।


ট্রেনিং সম্বন্ধে যাবতীয় তথ্য ও ট্রেনিং চলাকালীন বেতন:

ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হওয়ার পর ইএমকেসি কোর্সে (অর্থাৎ 14 মাসের অনর ট্রেনিং) এ যােগদান করতে পারবেন সম্পূর্ণ বিনামুল্যে। ইএমকে কোর্স (ট্রেনিং) চলাকালীন কোনাে ধরনের পরীক্ষা দিতে হয় না এবং এই কোর্স (ট্রেনিং) সম্পূর্ণ ভাবে সফল হবার পর পাকেন স্থায়ী চাকরি। ইমকে কোর্স ট্রেনিং হবে 4 মাস।ইএমকে কোর্স অর্থাৎ ট্রেনিংয়ের সময় থাকা-খাওয়া, রেশন ব্যবস্থা ও ১০,০০০ টাকা (সমস্ত সুযােগ-সুবিধা সহ) স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে, এবং তারপর পরবর্তীতে পাকেন সম্পূর্ণ বেতন।


আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদনার জন্য www.mtdind.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন-এ ক্লিক করুন। অ্যাপ্লিকেশন জমা দেবার পর আপনার রেজিস্টার ইমেল আইডির ইনবক্সে অথবা প্যাম ফোল্ডার থেকে অনলাইনআবেদন এর বিবরণ প্রিন্টকরে নেবেন। একজন প্রার্থীসর্বোচ্চ দুটি ট্রেড এর জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গসহ সারা ভারতে 11টি সেন্টার রয়েছে সমস্ত শাখার তথ্য পাবেন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানার জন্য swww.mtdind.org ওয়েবসাইটটি লগইন করুন অথবা 1800-1234430 টোল ফ্রি হেল্পলাইন নাম্বারে কল করুন। যেকোন ধরনের অভিযােগ বা অসুবিধার জন্য সরাসরি 9569-46-8669 এই নম্বরে ফোন, এসএমএস অথবা হােয়য়াটসঅ্যাপ করতে পারবেন সকাল 10 টা থেকে বিকাল 4টা পর্যন্ত, শনিবার, রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদ দিয়ে।

তথ্যটি সংগ্রহ করা হয়েছে 8 জানুয়ারি 2022 এর কর্মসংস্থান পেপার থেকে। আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন বা কর্মসংস্থান পেপার টি ভাল করে পড়ুন।

 বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জেনে নিনCLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

bengalpravakar.com

Recent Posts

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

6 days ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

1 week ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 weeks ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

3 weeks ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

2 months ago

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের বিশাল বড় রায়, জানুন বিস্তারিত – SSC Recruitment Case Hearing

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…

2 months ago