পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতায় এখানে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই HDFC ব্যাংক এর তরফ এ প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করার সুযোগ পাবেন। এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেগুলো ভালো করে জেনে নিন।
পদের নাম: এখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন পাস এর বিভিন্ন ধরনের পদ রয়েছে সব মিলিয়ে প্রায় 12,552 শূন্য পদ রয়েছে। এখানে যেসব পদের জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Sales & Relationship
- Customer Service
- Credit
- Collections
- Operations – Assets
- Retail Business
- Wholesale Operations
- Operations – Trade
- Branch Operations
- Risk
- Audit
- Information Technology
- Digital Banking
- Wholesale Business
- Marketing
- Sales Training
- Operations – Liability
- Infrastructure
- Administration
- Private Banking
- Retail Operations
- Others
- Compliance
- Finance
- Administration
- Recovery officer
- Relation manager
- Expert officer
- Network Engineer
- Assistant Manager
- branch manager
- Business Development Manager
- Clerk
- Collection officer
- Customer relationship manager
শূন্যপদ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে দেখতে পারবেন।
আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিচে আবেদনের লিংক দেওয়া থাকবে যেখানে ক্লিক করে চাকরিপ্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রথমেই চাকরিপ্রার্থীকে “HDFC bank careers” এটা লিখে গুগোল সার্চ করতে হবে। অথবা নিচের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করেও আপনি এই পেজে চলে আসতে পারেন । এরপর চাকরিপ্রার্থীকে “Uplode Resume” অপশনে গিয়ে বায়ো ডাটা আপলোড করতে হবে। তারপর পরবর্তী যেগুলো প্রসেস আসবে সমস্ত কিছু ফিলাপ করে দিবেন।
শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন যোগ্যতায় মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস ও গ্রাজুয়েশন পাশে এখানে বিভিন্ন যোগ্যতায় পদ অনুযায়ী বিভিন্ন চাকরির রয়েছে যেগুলো আপনারা সরাসরি নিচের দেওয়া লিংকে ক্লিক করে দেখতে পারবেন। এরপর আপনি যে পদের জন্য উপযুক্ত সেই পদ সিলেক্ট করে আবেদন করবেন।
চাকরিপ্রর্থীর বয়স: এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 20 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। বেশকিছু পদের ক্ষেত্রে 20 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন: এখানে আপনাকে 25,000/- টাকা থেকে 60,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও বছর বছর বেতন বৃদ্ধির সুবিধা রয়েছে।
আবেদন করার কতদিন পরে চাকরি হবে?
এখানে আবেদন করার কিছুদিন পরেই আপনাকে ডাকা হবে হবে চাকরির ইন্টারভিউয়ের জন্য। আপনাকে ইন্টারভিউয়ের আগেই লোকেশন বলে দেওয়া হবে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউয়ে পাস করার কিছুদিনের মধ্যেই আপনার চাকরি হবে।
এখানে চাকরি করলে ছুটির ব্যবস্থা কেমন হবে ?
ব্যাংকের চাকরির যেসব ছুটির ব্যবস্থা আছে সমস্ত ধরনের ছুটির ব্যবস্থা এখানে পাবেন। প্রতিমাসে চারটা রবিবার এ দুটো শনিবার ছুটি পাবেন।