মাধ্যমিক পাসে সারা রাজ্য জুড়ে বিপুল পরিমান MTS পদে কর্মী নিয়োগ | WB 10 Pass Group-D Recruitment

 

করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই তিন বছর যাবৎ বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে কোনো রকম নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় নি। তবে মাস ছয়েক হল পরিস্থিতি বেশ অনেকখানি নিয়ন্ত্রনে আসতে একে একে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর গুলির তরফ থেকে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর সেই সব নিয়োগের বিষয়ে আমরা ইতিমধ্যেই আপনাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করেছি। আজ ফের এমনই এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমরা। আর তা হল রাজ্যের Headquarter Bengal Sub Area তে কোনো রকম কোনো বাড়তি যোগ্যতা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাসে প্রচুর সংখ্যক মাল্টি টাস্কিং স্টাফ শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকল মাধ্যমিক পাস যোগ্যতার নারী পুরুষ সকল চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:-

রাজ্য সরকার অধীনস্থ সংস্থা Headquarter Bengal Sub Area এর পক্ষ থেকে প্রচুর সংখ্যক মাল্টি টাস্কিং স্টাফ শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে তবেই তারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন নচেৎ নয়।

প্রয়োজনীয় বয়স সীমা ও বেতনের পরিমাণ:-

Headquarter Bengal Sub Area তে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ১/০১/২০২২ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে যেহেতু এটি একটি রাজ্য সরকারি সংস্থা তাই  সরকারি নিয়মানুযায়ী SC, ST প্রার্থীদের ৫ বছর এবং OBC প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। এই পদের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৬,০০০ টাকা করে সান্মানিক হিসেবে দেওয়া হবে।

আবেদন পত্র পাঠানোর পদ্ধতি:-

রাজ্য সরকার অধীনস্থ এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অফলাইনে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) সবার আগে আপনাকে আমাদের এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।

২) তারপর সেখানে ৩ নম্বর পেজে একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন সেখানে আপনার নিজের যাবতীয় তথ্য অর্থাৎ নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি হাতে লিখে নয় মোবাইল বা ল্যাপটপ যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্ম টিকে ডাউনলোড করলেন সেখানকার keyboard থেকে টাইপ করে ফিলাপ করে ফেলুন। কারন এই দপ্তরে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে হাতে লেখা আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।

৩) এরপর আবেদন পত্রের যে জায়গায় ফটো লাগানোর জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে আপনার নিজের recent তোলা এক কপি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন এবং সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আগে থেকে করে রাখা আপনার নিজের একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিন।

৪) এরপর ওই ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।

৫) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় নথীপত্রের এক কপি করে জেরক্স বের করে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সঙ্গে পিন দিয়ে আটকে একটি খামের ভেতর ঢুকিয়ে খামের মুখ ভালো করে আঠা দিয়ে বন্ধ করে উপরে ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেই আপনার দায়িত্ব শেষ।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলিও জমা দিতে হবে সেগুলি হল-

১) আবেদনকারীর নিজের বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) রাজ্য তথা দেশের স্থায়ী নাগরিকের প্রমানপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) আবেদনকারীর নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৬) একটি খাম এবং একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

রাজ্য সরকার অধীনস্থ সংস্থা Headquarter Bengal Sub Area এর তরফে প্রকাশিত মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা পড়ার পর তাদের প্রথমে একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। অবশেষে এই ইন্টারভিউ তেও যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:-

রাজ্য সরকার অধীনস্থ এই দপ্তরে চাকরির জন্য আবেদন পত্র জমা পড়া গত ১১/১১/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২/১২/২০২২ তারিখ পর্যন্ত। 

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-

এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের পূরণ করা আবেদন পত্র স্পীড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল-

        Headquarter Bengal Sub Area

        246 AJC Bose Road, Alipore

        Kolkata- 700027


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment