মাধ্যমিক পাসে 23,000 টাকা বেতনে রাজ্যের পৌরসভায় বিপুল সংখ্যক গ্ৰুপ ডি কর্মী নিয়োগ | WB Municipal Group-D Recruitment

 

আপনি কি একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য সরকারের অধীনস্থ কোনো দপ্তরে স্থায়ী পদে একটি অফিসিয়াল চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে ধরে নিন আপনার অপেক্ষার দিন শেষ। কারন আপনি এতদিন ধরে ঠিক যেমন ধরনের চাকরি খুঁজছেন ঠিক তেমনই এক চাকরির খবর নিয়ে আজ আমরা আমাদের সঙ্গে আলোচনা করব। আর তা হল রাজ্য সরকারের তত্ত্বাবধানে পরিচালিত রাজ্যের মিউনিসিপ্যালিটি অফিস গুলিতে মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ’ডি’ কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয় মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হলেও যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও সকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-

West Bengal Municipal Service Commision এর তরফ থেকে Kolkata Municipal Corporation এ মাধ্যমিক পাস যোগ্যতায় বেশ কিছু সংখ্যক Sub-Overseer পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র জমা নেওয়া থেকে শুরু করে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরো বিষয়টাই পরিচালনা করবে West Bengal Municipal Service Commision।

শিক্ষাগত যোগ্যতা:-

সংশ্লিষ্ট দপ্তরে Sub- Overseer পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে যাদের আরও উচ্চশিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও এখানে উল্লেখিত পদে সমান ভাবে চাকরির জন্য আবেদনের যোগ্য।

খেলাধুলা সম্পর্কিত যোগ্যতা:-

উপরিউক্ত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে নিম্নলিখিত খেলা গুলির মধ্যে যে কোনো একটি খেলায় পারদর্শী হতে হবে। খেলা গুলির নাম হল-

 Athletics, Badminton, Basketball, Cricket, Football, Hockey, Swimming,  Table Tennis, Volley ball, Weight Lifting, Boxing, Cycling, Gymnastics, Judo, Rifle Shooting and Kho Kho.

    

      এছাড়াও নিম্নলিখিত কম্পিটিশান গুলিতে অংশগ্রহণ করার মাধ্যমে নিম্নলিখিত অথরিটি গুলির যেকোনো একটির তরফ থেকে সার্টিফিকেট লাভ করে থাকাটা অত্যন্ত জরুরি। কম্পিটিশান ও অথরিটি গুলির নাম হল-

• International Competition(Secretary Of The National Federation/National Association of the Sports Concerned).

• National Competition (Secretary of the Association of the Sports Concerned).

• Inter University Tournament ( Dean/ Director of Sports or Other Officer in Overall Charge of Sports of the University Concerned).

• National Sports/Games for School Education (Director or Deputy Director in Overall Charge of Sports/Games for Schools in Directorate of School Education.WB)

বয়সসীমা:-

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১লা জানুয়ারী ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। তবে SC, ST, OBC, PWD ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের কিছুটা ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-

এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন করার নিয়মাবলী:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেটিকে ভালো ভাবে পড়ে নিতে হবে।

২) তারপর google search box এ কলকাতা মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট www.mscwb.org লিখে search করতে হবে।

৩) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

৪) রেজিস্ট্রেশন complete হওয়ার পর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন window open হবে।

৫) এরপর সেখানে আপনার নিজের সম্পর্কে যা যা তথ্য জানতে চাওয়া হয়েছে সেই সব কিছু লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।

৬) এরপর সিগনেচারের জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে আগে থেকে করে রাখা একটি সিগনেচারের এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।

৭) এবং সেই সঙ্গে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।

৮) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ২০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৯) সব কিছুর পর এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) মাধ্যমিক পাস ছাড়াও যদি আর কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৩) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৫) খেলাধুলার যোগ্যতা সম্পর্কিত যাবতীয় সার্টিফিকেট স্ক্যান করা।

৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৭) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

নির্বাচন পদ্ধতি:-

এক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীদের প্রথমে একটি ২০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তার সিলেবাস আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানতে পারবেন। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের ৪০ নম্বরের একটি ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আবেদন করার শেষ তারিখ:-

এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী ২৯/১২/২০২২ থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে প্রায় এক মাস অর্থাৎ আগামী ২৮/০১/২০২৩ পর্যন্ত। 



OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment