মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণি পাসে পশ্চিমবঙ্গের রেল এ প্রচুর কর্মী নিয়োগ | WB 8 Pass Railway Recruitment 2022

 

মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের রেলওয়ে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে চাকরি করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচের চারটি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হলো যেগুলো ভালো করে জেনে নেবেন।


পদের নাম:
এখানে মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1.Fitter

2. Welder

3. Mech(MV)

4. Mech(Dsl.)

5. Machinist

6. Carpenter

7. Painter

8. Lineman (General)

9. Wireman

10. Ref.& AC Mech.

11. Electrician

12. Mechanic Machine Tool Maint.(MM TM)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাস হতে হবে।


মোট শূন্যপদ:
সব মিলিয়ে এখানে মোট 1201 টি শূন্য পদ রয়েছে।


আবেদন পদ্ধতি:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের সময় চাকরিপ্রার্থীকে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।


নিয়োগ স্থান:
এখানে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গের যে কোন জেলায় চাকরি প্রার্থীর পোস্টিং হতে পারে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 11/04/2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 10/05/2022 তারিখ পর্যন্ত।


বয়স:
যে সংস্থার চাকরি প্রার্থী এখানে চাকরি করতে আগ্রহী তাদের বয়স হতে হবে 15 বছর থেকে 25 বছরের মধ্যে। এখানে OBC চাকরিপ্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন এবং SC/ST চাকরিপ্রার্থীরাও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।


আবেদন মূল্য:
এখানে জেনারেল চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে শুধু মাত্র 100 টাকা দিতে হবে। SC/ST/PWD চাকরিপ্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।


নিয়োগ পদ্ধতি:
এখানে চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ম্যারিড এর উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে তবেই আবেদন করবেন। নিচে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোডের লিংক, অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ও সরাসরি আবেদনের লিংক দেওয়া হল।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLY ONLINE: CLICK HERE

Leave a Comment