আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? তাহলে আজকের এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তরে এমন এক ধরনের শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে মাধ্যমিক পরীক্ষায় কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস পেয়ে উত্তীর্ণ হতে হবে না। শুধুমাত্র সাধারণ ভাবে একচান্সে মাধ্যমিক পাস করলেই আপনি এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে নিয়োগকারী দপ্তরের নাম, শূন্যপদের নাম, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-
কেন্দ্রীয় সরকারের Ministry Of Defence এর অন্তর্গত Indian Navy এর তরফ থেকে দেশের কয়েকটি স্থানে Tradesman Skilled পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা ও ট্রেড গুলির নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে Indian Navy তে মোট ২৪৮ টি Tradesman Skilled শূন্যপদে যে যে ট্রেড গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Machinist/Turner
• Crane Operator
• Shipwright Wood/Carpainter
• Painter
• Fitter
• Electronics Mechanic
• Electrician Instruments Mechanic
• Driver Crane
• Fitter Armament
• Torpedo Fitter
• Electric Fitter
• Electronic Fitter
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
Indian Navy এর তরফ থেকে প্রকাশিত Tradesman Skilled পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে Industrial Training Institute এর অধীনে থাকা যে কোনো প্রতিষ্ঠান থেকে Electrician/Electronics Mechanic/Electroplater/Fitter/Instrument Machanic/Machinist/Mechanic Communication Equipment Maintainance এ ২ বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া:-
এখানে Tradesmen Skilled পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে ভালো করে পড়ে আরও কিছু জানার থাকলে সেগুলি জেনে নিতে হবে।
২) তারপর google search box এ Indian Navy এর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in লিখে search করতে হবে।
৩) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে যারা প্রথম বার আবেদন করছেন তারা New Registration লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আর যারা আগেও আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।
৩) যারা নতুন আবেদন করছেন তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দেওয়া User Id ও Password দিয়ে Login করুন। আর যারা আগেও আবেদন করেছেন তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।
৪) এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরি ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ২০৫ টাকা করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে SC, ST, Ex-Serviceman ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৭) এরপর ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর সঙ্গে আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ক্যান করা।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
Indian Navy তে Tradesman Skilled পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে General Intelligence and Reasoning এর উপর থাকবে ১০ নম্বর, Numerical Aptitude এর উপর থাকবে ১০ নম্বর, General English এর উপর থাকবে ১০ নম্বর, General Awareness এর উপর থাকবে ২০ নম্বর এবং যে আবেদনকারী যে ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেড সংক্রান্ত প্রশ্নের উপর থাকবে ৫০ নম্বর। এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ও স্কিল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ২৮ দিন পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আবেদন করে ফেলুন। কারন সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…