রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে একটি নিয়োগের সুখবর। আবারও ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যুনতম মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ করা হলেও এখানে এমন কিছু শূন্যপদ রয়েছে যেগুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সুতরাং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো জায়গা থেকে নারী পুরুষ উভয় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার সকল চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময় সীমা ইত্যাদির সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে Juvenile Justice Board এর অধীনে বেশ কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• LDC cum Typist
• Bench Clerk
• Counsellor
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ বিশেষে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা হল-
LDC cum Typist-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে অতি দ্রুত শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
Bench Clerk-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে অতি দ্রুত শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
Counsellor-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটির অধীনে থাকা কলেজ থেকে Physiology তে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় বয়সসীমা:-
উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
বেতন কাঠামো:-
উপরিউক্ত প্রতিটি পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরকেই চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
রাজ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে google search box এ www.paschimbardhaman.gov.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়ে একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
৩) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জন্য দেওয়া জায়গায় সিগনেচার করে দিতে হবে।
৫) এরপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে।
৬) এরপর এই পূরন করা আবেদন পত্র, যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর ডকুমেন্টস ও অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এবং বায়োডাটার ছবি তুলে একসাথে একটি ফাইল তৈরি করে jjbpsbdn@gmail.com এই ই-মেইল আইডির মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা দেওয়ার সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সহ জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট।
৩) যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) যে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তা দিতে হবে।
৬) এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন প্রক্রিয়া:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক ও জেনারেল নলেজের উপরে প্রশ্ন থাকবে। এই লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ একটি ১০ নম্বরের কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ একটি ১০ নম্বরের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের মধ্যে যে যেমন নম্বর পাবেন সেই অনুযায়ী একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:-
পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত প্রতিটি পদের জন্যই ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২/০৩/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন আর এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির কারেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…