মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগ | WB GP Group-D Group-C Recruitment 2023

সারা রাজ্যের ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস পর্যন্ত সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড়ো নিয়োগের সুখবর। আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসে জেলা ভিত্তিক বিপুল সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ ও গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবং তার জন্য সম্প্রতি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সারা পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক ডিগ্রি পাস করা পর্যন্ত সকল যোগ্যতার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মাসিক মোটা অংকের বেতনে কর্মী নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্ৰাম উন্নয়ন দপ্তরের অধীনস্থ West Bengal Comprehensive Area Development Corporation এর পক্ষ থেকে জেলা ভিত্তিক কৃষি বিকাশ কেন্দ্রে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি হল-

• Programme Co-ordinator

• Subject Matter Specialist (Crop Production)

• Subject Matter Specialist(Home Science)

• Subject Matter Specialist(Animal Husbandry)

• Subject Matter Specialist(Agro Meteorology)

• Programme Assistant (Lab Technician)

• Programme Assistant(Agromat Observer)

• Farm Manager

• Stenographer

• Assistant

• Driver

• Support Staff

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ বিশেষে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হল-

Driver

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেইসঙ্গে একটি যথাযথ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও কোনো আবেদনকারীর যদি সংশ্লিষ্ট পদে ১ বছর ট্রেড কোর্স Complete করার সার্টিফিকেট থাকে অথবা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ড্রাইভিং এর কাজের অভিজ্ঞতা থাকে অথবা মোটর মেকানিকের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৮,০০০-২৭,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Programme Co-ordinator-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে Horticulture/Agriculture/Animal Science/Fisheries এ গ্ৰ্যাজুয়েশান, পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি সহ Doctorate ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন ‌। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৫,৬০০-৪৭,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

Stenographer-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্টেনোগ্ৰাফারের কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,৭০০-৪১,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Assistant-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অনার্স সহ গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১০,৭০০-৪১,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Support Staff-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সেইসঙ্গে ITI কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের মাধ্যমে কাজ করার জ্ঞান থাকলে অগ্ৰাধিকার পাওয়া যাবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩২ বছরের মধ্যে। তবে SC, ST, OBC প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬,৬০০-১৭,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

        বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চাইলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।

আবেদন পদ্ধতি:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ‌‌। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprd.gov.in/www.wbcadc.com এ গিয়ে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্রের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

২) এরপর সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে ‌।

৩) এরপর ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং একেবারে নীচের দিকে ডানপাশে সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।

৪) এরপর এক এক করে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।

৫) তারপর সবকিছু একসাথে খামে ভরে খামের উপর ঠিকানা ও যে পদের জন্য আবেদন করবেন সেই পদের নাম লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন তার মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) তে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) যে পদের ক্ষেত্রে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৭) যে পদের ক্ষেত্রে ITIকোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৮) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

উক্ত পদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা ও আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

সংশ্লিষ্ট পদ গুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৭/০৩/২০২৩ পর্যন্ত। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থী তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

        To,

        The Administrative Secretary,

        West Bengal Comprehensive Area

        Development Corporation, Mrittika

        Bhavan 18/9 DD Block, Sector-l,

        Salt Lake, Kolkata-700064


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: http://www.wbprd.gov.in/
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

নতুন করে শুরু হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন, আবেদন করলে টাকা

SVM Scholarship 2024 : দিনের পর দিন রাজ্যে কমছে শিক্ষিত পড়ুয়াদের হার। আমাদের পশ্চিমবঙ্গে এমন…

2 days ago

পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টেন্ট পদে কর্মী নিয়োগ | Ruposhree prakalpa recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে একটি চাকরির সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান…

2 days ago

ভারতের সাধারণ জ্ঞানের প্রশ্ন পর্ব – 5। WB India General knowledge question Answer Practice set – 5

আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভারতের কিছু অজানা তথ্য বা ভারতের কিছু সাধারণ…

2 weeks ago

উচ্চ মাধ্যমিক পাশেই রাজ্য দূরদর্শন কেন্দ্রে প্রচুর কর্মী নিয়োগ | Kolkata Doordarshan Kendra Job Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। এবার নিয়োগ বিজ্ঞপ্তি…

1 year ago

৫,০০০ হাজারের বেশি শূন্য পদে স্বাস্থ কর্মী নিয়োগ | WB Health Recruitment

 চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর, রাজ্যে পুনরায় ৫,০০০ হাজারের বেশি শূন্য পদে স্বাস্থ কর্মী ( WB…

1 year ago

পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Group-C Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর নিয়ে আমরা হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে…

1 year ago