মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্য স্বাস্থ্য দপ্তরে গ্ৰুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ | WB Group-C Group-D Recruitment 2023

সমগ্ৰ পশ্চিমবঙ্গের নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের জন্য আজ আমরা আমাদের পত্রিকার মাধ্যমে আবারও নতুন করে একটি সরকারি দপ্তরে বেশ কিছু পরিমাণে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আর তা হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যে জেলা ভিত্তিক বিভিন্ন শূন্যপদে ন্যুনতম থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতায় প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে প্রকাশিত শূন্যপদ গুলিতে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এবং অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকে ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত নারী পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই বেশি দূরে না গিয়ে নিজের জেলার মধ্যে থেকেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র তে সরকারি চাকরি পাওয়ার এমন এক সুযোগ হাতছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন আর আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কত থেকে কত বছরের মধ্যে বয়স হতে হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে এবং কিভাবে করতে হবে এই সব কিছু বিশদে জানতে চাইলে আমাদের প্রতিবেদনটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদ গুলির নাম:-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

১) Hospital Attendant

২) Sanitary Attendant

৩) Block Data Manager

৪) Multi Rehabilitation

৫) Programme Assistant

৬) Block Public Health Manager

৭) Block Epidemiologist

৮) Clinical Psychologist

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-

Hospital Attendant-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৯-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Sanitary Attendant-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ১৯-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরও প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Block Data Manager-

এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান এ ১ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশান এর মাধ্যমে কাজ করার জ্ঞান থাকতে হবে এবং সংশ্লিষ্ট পদে কোনো সরকারি প্রতিষ্ঠানে ২ বছর অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Multi Rehabilitation-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Physiotherapy তে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি Physiotherapy তে মাস্টার্স ডিগ্রি পাস করে থাকেন তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রেও চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে ‌।

Programme Assistant-

এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান এ ১ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশান এর মাধ্যমে কাজ করার জ্ঞান থাকতে হবে এবং মিনিটে অন্তত পক্ষে ৩০ টি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কোনো সরকারি প্রতিষ্ঠানে ৩ বছর অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২২,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Block Public Health Manager-

এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Life Sciences এ B.Sc পাস করে থাকতে হবে। সেই সঙ্গে Management এ পোস্ট গ্ৰাজুয়েশান ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাস করে থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশান এর মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি Life Sciences এ মাস্টার ডিগ্ৰি পাস করে থাকেন তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। সেই সঙ্গে কারোর যদি সংশ্লিষ্ট পদে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলেও তিনি এই ক্ষেত্রে অগ্ৰাধিকার পাবেন। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে। এবং এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

      বাকি দুটি পদের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতা থাকতে হবে তা জানতে হলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে পড়ে জেনে নেবেন।

আবেদন করার নিয়মাবলী:-

এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে তা হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচের দিকে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট purbamedinipur.gov.in/www.wbhealth.gov.in লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে next button এ ক্লিক করতে হবে।

৫) এরপর একে একে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর নিজস্ব সিগনেচার, যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করেছেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট, অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে next button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীরা ৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

     অন্যদিকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে যে ভাবে করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) এরপর এই নোটিফিকেশনের ৭-৮ নম্বর পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

৩) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।

৪) এরপর এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিন এবং সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে দিন।

৫) এরপর যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করেছেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট, অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।

৬) এরপর এই সবকিছু একসাথে খামে ভরে এবং তার সঙ্গে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীরা ৫০ টাকার একটি Demand draft/Bank cheque খামে ভরে খামের উপর Application For The Post Of এরপর যে যেই পদের জন্য আবেদন করেছেন সেই পদের নাম এবং নির্দিষ্ট ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারলেই আবেদন প্রক্রিয়া শেষ।

প্রয়োজনীয় নথীপত্র:-

এখানে অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে হলে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট অনলাইনের ক্ষেত্রে স্ক্যান করা এবং অফলাইনের ক্ষেত্রে এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা অনলাইনের ক্ষেত্রে এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৩) যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করেছেন সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৫) যে পদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তা স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৬) যে পদের ক্ষেত্রে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এর প্রয়োজন সেক্ষেত্রে তা স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৭) রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে এবং সেলফ অ্যাটেস্টেড করা অফলাইন আবেদনের ক্ষেত্রে।

৮) আবেদন কারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা অনলাইন আবেদনের ক্ষেত্রে।

নিয়োগ পদ্ধতি:-

এখানে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। তবে যে সব ক্ষেত্রে কম্পিউটার নলেজ প্রয়োজন সেক্ষেত্রে একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা ও অফলাইন আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলি পূরনের জন্য অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী ৩১ শে জানুয়ারি ২০২৩ পর্যন্ত। তাই যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পাঠিয়ে দিন। ঠিকানাটি হল-

        Office Of The Chief Medical

        Officer Of Health,Purba Medinipur

        Pin-721636


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment