পশ্চিমবঙ্গের সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন করে একটি সরকারি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। দীর্ঘ ২ বছর যাবৎ করোনা মহামারীর তান্ডবের কারনে সারা রাজ্য তথা সারা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তর গুলিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ভাবে বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার কারণে বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে। এর ফলে একদিকে যেমন পর্যাপ্ত পরিমাণ লোকবলের অভাবে সরকারি কাজকর্মে চরম সমস্যার সৃষ্টি হচ্ছিল অন্যদিকে দেশে বেকারত্বের গ্ৰাফও দিনকে দিন উর্ধ্বগামী হচ্ছিল। আর সেই কারণেই এই বছর পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হতে না হতেই এক এক করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর গুলির তরফ থেকে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আর সেই সব কটি নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি। আজ আবারও এমনই এক নিয়োগের বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি। আর তা হল রাজ্য সরকারের তরফ থেকে সারা রাজ্য জুড়ে বিধানসভা কেন্দ্র গুলিতে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সবচেয়ে বড়ো কথা এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নীচে এই নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গ সরকারের Assembly Secretariat Board বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তাই এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র জমা নেওয়া থেকে শুরু করে চাকরিতে নিয়োগ করা পর্যন্ত পুরোটাই পরিচালনা করবে West Bengal Assembly Secretariat Board বা পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র।
শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-
রাজ্য সরকারের এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে যে কোনো বিষয় নিয়ে গ্ৰাজুয়েশান পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে এবং মিনিটে অন্তত পক্ষে ২৫ টি বাংলা ও ইংরেজি শব্দ কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও শুদ্ধ বাংলা ভাষায় কথা বাংলায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের রাজ্য বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে প্রতি মাসে ১৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করার নিয়মাবলী:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
• সবার আগে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে অথবা সরাসরি বিজ্ঞপ্তির নীচে দেওয়া অ্যাপ্লিকেশান ফর্ম লেখাটিতে ক্লিক করে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিন।
• এরপর সেই ফর্মটিকে আপনার নিজের যাবতীয় তথ্য যেমন নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে পূরন করে ফেলুন।
• এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে ভালো করে আঠা দিয়ে চিটিয়ে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিন।
• এরপর আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে ফেলুন।
• সবশেষে পূরণ করা আবেদন পত্র সহ যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এর সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি একসঙ্গে পিন দিয়ে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলেই আপনার আবেদন প্রক্রিয়া শেষ।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে জমা দিতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• কম্পিউটার ডিপ্লোমা কোর্স এর সার্টিফিকেট এর জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• দুই কপি পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
• একটি খালি খাম ও একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।
• এক্ষেত্রে কোনো ক্যাটাগরির প্রার্থীকেই কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন পত্র জমা দেওয়া শেষ হলে তাদের জমা করা আবেদন পত্র সহ যাবতীয় ডকুমেন্টস মিলিয়ে দেখার পর সবকিছু ঠিকঠাক থাকলে তাদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। এই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে ই-মেইল করে বা পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি সাধারণ ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার ও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই সব বিষয়ে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করবে রাজ্য বিধানসভা কেন্দ্র।
আবেদনের সময় সীমা:-
এখানে চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ২১/১১/২০২২ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ৯/১২/২০২২ তারিখ পর্যন্ত। তাই আর দেরি না করে চটপট আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে জমা করা আবেদন পত্র কোনো ভাবেই গ্ৰাহ্য হবে না।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…