রাজ্যের সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। এবারে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কয়েকশো শূন্যপদে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ হতে চলেছে। এই মর্মে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে আবেদন পত্র জমা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে সকল ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে সংশ্লিষ্ট পদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনে চাকরিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি UGC এর নিয়মানুসারে সম্পন্ন হবে। তাহলে আর অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন আর এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানতে আমাদের প্রতিবেদনটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের সংখ্যা:-
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলিতে বিভিন্ন ধরনের গ্ৰুপ ‘সি’ সহ অন্যান্য পদে সব মিলিয়ে মোট ৭০৯ জন কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন করার নিয়মাবলী:-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা google search box এ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://vbharatirec.nta.ac.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now লিঙ্কে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে।
৩) সেখানে নিজের নাম, বাবার নাম বা স্বামীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৫) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাদেরকে একটি ৩০০ নম্বরের লিখিত প্রিলিমিনারী পরীক্ষার জন্য ডাকা হবে। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ৫০ নম্বরের মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। এতেও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
শূন্যপদ গুলির নাম:-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলিতে যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Multi Tasking Staff
• Lower Division Clerk/Junior Office Assistant cum Typist
• Upper Division Clerk/Office Assistant
• Library Assistant
• Laboratory Assistant
• Laboratory Attendent
• Librarian
• Deputy Registrar
• Finance Officer
• Stenographer
• Security Inspector
• System Programmer
• Assistant Engineer
• Junior Engineer সহ আরও অনেক।
শিক্ষাগত যোগ্যতার মাপদন্ড:-
উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে Multi Tasking Staff পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে, Laboratory Attendent পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।
বয়সের মাপদন্ড:-
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৩২ থেকে সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST রা ৫ বছর, OBC রা ৩ বছর এবং PwBD রা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। তবে কোন পদের ক্ষেত্রে ঠিক কত বয়সসীমা নির্ধারন করা হয়েছে তা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পড়ে জেনে নেবেন।
বেতনের পরিমাণ:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে UGC এর বেতন কাঠামো অনুযায়ী পদ বিশেষে প্রতি মাসে ৫,২০০-৬৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে কোন পদের ক্ষেত্রে ঠিক কত টাকা করে বেতন দেওয়া হবে তা অফিসিয়াল নোটিফিকেশন থেকে পড়ে জেনে নেবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট ।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (যে পদের ক্ষেত্রে প্রয়োজন)।
৭) আবেদনকারীর নিজের সিগনেচার ।
৮) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
আবেদনের সময়সীমা:-
এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে এবং তা আগামী ১৬/০৫/২০২৩ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত খোলা থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। কারন সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
এই রকমই আরও সব নতুন নতুন প্রকল্প ও চাকরির কারেন্ট আপডেট পেতে চাইলে আমাদের বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট bengalpravakar.com এ নিয়মিত ভিজিট করুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE