পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিরাট নিয়োগের সুখবর। ভোটের আগেই রাজ্যে ৯,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। নবান্নের তরফে এই নিয়োগের ঘোষণা করা হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে সেই সম্পর্কে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আগামী ৮ ই জুলাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। এবং সেই মনোনয়নপত্র গুলি বিচার করে সেই অনুযায়ী যোগ্য প্রার্থীদের মনোনিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এরপর দিকে দিকে শুরু হবে ভোট প্রচারের পালা। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে সংঘর্ষ। সব মিলিয়ে খুবই চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার। কিন্তু এতো সব ঝামেলার মধ্যেও রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা ভোলেনি রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত খুশির খবর জানালো রাজ্য সরকার। আর এই খুশির খবরটি হল এই যে, আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য জুড়ে এক আধশো নয় একেবারে ৯,০০০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। শুধু তাই নয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন করা হবে বলে সম্প্রতি নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে।
একসাথে এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের খবর শোনা মাত্রই একাধারে যেমন রাজ্যের বেকার চাকরিপ্রার্থীরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন অন্যদিকে তেমনি তাদের মধ্যে একটি বিষয়ে প্রশ্ন উঠেছে যে, এত কম সময়ের মধ্যে কি করে এই বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা সম্ভব? কোন দপ্তরের অধীনেই বা নিয়োগ করা হবে? তাদের এই সবকটি প্রশ্নের উত্তর বিস্তারিত ভাবে জানাতেই রইল আমাদের আজকের এই প্রতিবেদন। জানতে আগ্রহী থাকলে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ুন।
আগামী ৮ ই জুলাই পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের প্রচার থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন বিপুল সংখ্যক পুলিশ কনস্টেবল। কিন্তু হিসেব করে যা দেখা যাচ্ছে এই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য যতজন কনস্টেবলের প্রয়োজন ততজন কনস্টেবল বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে নেই। আর সেই কারণেই এই চাহিদা পূরণ করতে ভোটের আগেই রাজ্য জুড়ে ৯,০০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছে রাজ্য সরকার।
সরকার সূত্রে জানা গিয়েছে, এই ৯,০০০ শূন্যপদের মধ্যে ৮,৬২৪ টি পদের জন্য যোগ্য কনস্টেবল নির্বাচনের কাজ ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। প্রথম ধাপের যাবতীয় পরীক্ষা পর্ব সম্পন্ন হয়েছে। এখন কেবলমাত্র ফিজিক্যাল টেস্ট বাকি রয়েছে। এই ধাপটি অতিক্রম করতে পারলেই তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই ফিজিক্যাল টেস্টের পর্বটি সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। সেই নির্দেশ জানিয়ে জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের কাছে ভবানী ভবনের তরফ থেকে পত্র পাঠানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই ৯,০০০ কনস্টেবল নিয়োগের কাজ সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।