সমগ্ৰ পশ্চিমবঙ্গের পুরুষ মহিলা উভয় বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তরে কম বেশি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য প্রায়শই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর সেগুলির সন্বন্ধে আমরা আপনাদের নিয়মিত আপডেট দিয়ে থাকি। তেমন ভাবেই আজও রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে প্রকাশিত হওয়া একটি নিয়োগের বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি। যার মাধ্যমে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নেওয়া হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
নিয়োগকারী সংস্থার নাম:-
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিসের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ কার্যের মাধ্যমে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:-
উক্ত পদে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে-
* আবেদনের ক্ষেত্রে শুরুতেই নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া ওয়েবসাইট www.paschimmedinipur.gov.in এ প্রবেশ করতে হবে।
* তারপর সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার সহ বাকি সব প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করতে হবে।
* তারপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র সহ অন্যান্য সব প্রয়োজনীয় প্রমান পত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
* সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া শেষ।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে একটি ৪০ নম্বরের লিখিত পরীক্ষা, একটি ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট ও ১০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-
Data Entry Operator পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো শাখায় গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। তার পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
উল্লেখিত পদে আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীর বয়স হওয়া দরকার ১/০১/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে।
মাসিক বেতনের পরিমাণ:-
Data Entry Operator পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে ১১,০০০ টাকা করে সান্মানিক দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-
* শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
* ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।
* বয়সের প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
* জাতিগত সংশাপত্র স্ক্যান করা (যদি থাকে)।
* কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
* ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
* রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
* আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল গত ২৯/০৫/২০২৩ বেলা ১১ টা থেকে খুলে গিয়েছে এবং তা খোলা থাকবে আগামী ১৬/০৬/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE