রাজ্যের সরকারি কলেজে কলেজে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ | WB College Group-D Recruitment

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি নতুন চাকরির সুখবর। আমাদের রাজ্যের সরকারি কলেজে ন্যুনতম যোগ্যতায় গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ হতে চলেছে। সারা পশ্চিমবঙ্গের ২৫ টি জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে সবচাইতে বড় বিশেষত্ব হল এই যে এখানে কোনো রকম কম্পটিটিভ পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সুতরাং ন্যুনতম যোগ্যতায় কম্পিটিটিভ পরীক্ষার চাপ ছাড়াই সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন। আর আবেদন প্রক্রিয়া সহ বাকি সব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি মনযোগ সহকারে পড়ুন।

আবেদন পত্র জমা করার পদ্ধতি:- 

কলেজে গ্ৰুপ ‘ডি’ পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আগ্ৰহী প্রার্থীদের আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে বানানো একটি বায়োডাটা ও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই হবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে। যেমন-

১) একটি সাদা কাগজে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদে চাকরি করার আগ্ৰহ জানিয়ে একটি আবেদন পত্র লিখতে হবে।

২) তারপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে তার প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

৩) এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে। 

৪) এরপর এই সবকিছু একসাথে পিন দিয়ে যুক্ত করে যত্ন সহকারে রেখে দিতে হবে। ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

নিয়োগ পদ্ধতি:-

আগেই আমরা আপনাদের জানিয়েছি যে এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের সরকারি টিচার্স ট্রেনিং কলেজে গ্ৰুপ ‘ডি’ লেভেলের কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

এক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ রাজ্য সরকারের গ্ৰুপ ‘ডি’ লেভেলের জন্য নির্ধারিত যোগ্যতা মাধ্যমিক পাস হয়ে থাকলেই আবেদন করা যাবে। এবং বয়স অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে সব ডকুমেন্টস গুলি সাথে করে নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে এক কপি সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর জেরক্স ও অরিজিনাল কপি।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এর সেলফ অ্যাটেস্টেড করা এক কপি জেরক্স ও অরিজিনাল কপি।

৩) মাধ্যমিকের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড করা এক কপি করে জেরক্স ও অরিজিনাল কপি।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার সেলফ অ্যাটেস্টেড করা এক কপি জেরক্স ও অরিজিনাল কপি।

৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে তার সেলফ অ্যাটেস্টেড করা এক কপি জেরক্স ও অরিজিনাল কপি।

৬) রিসেন্ট তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৭) আগে থেকে বানিয়ে রাখা বায়োডাটার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৮) আগে থেকে বানিয়ে রাখা আবেদন পত্রের অরিজিনাল কপি।

ইন্টারভিউ এর তারিখ:-

সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য আগামী ২২/০৫/২০২৩ দুপুর ১২ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। 

ইন্টারভিউ স্থানের ঠিকানা:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আগ্ৰহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

            Govt. Teachers Training College,

            Sarvapally Radhakrishnan Sarani,

            P.O+Dist- Malda, West Bengal.



OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL: CLICK HERE
bengalpravakar.com

Recent Posts

অবশেষে পশ্চিমবঙ্গে SSC মাধ্যমে নিয়োগ ২৬ হাজার চাকরি বাতিল , মাথায় হাত চাকরি প্রার্থীর

২৬ হাজার চাকরি বাতিল মামলায় অবশেষে কপাল পুড়লো SSC চাকরি প্রার্থীদের। এদিন শুনানি পর্ব শেষ…

1 month ago

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ | WB Court Group C Recruitment

সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…

1 month ago

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment

পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…

1 month ago

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন

রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…

2 months ago

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | Central Government Job Recruitment

মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…

2 months ago

মেলা করে রাজ্যের বেকারদের ঘরে ঘরে চাকরি দেবে সরকার, শুরু মিলন উৎসব | WB Milan Utsav Job Fair Recruitment

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…

3 months ago