রাজ্যের CNCI তে প্রচুর নন টিচিং স্টাফ ও LDC ক্লার্ক পদে কর্মী নিয়োগ, বেতন 29,000 টাকা | Govt Job Recruitment

আপনি কি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী? উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি বিশেষ করে আপনার জন্য। কারন সম্প্রতি কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফ থেকে এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই ইনস্টিটিউট এর অধীনে কিছু সংখ্যক শূন্যপদে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে। আর এই সব পদ গুলিতে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস হলেই চাকরির জন্য আবেদন করা যাবে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। 

নিয়োগকারী সংস্থা:-

ন্যাশানাল টেস্টিং এজেন্সির অধীনে থাকা চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শূন্যপদ বিষয়ক বিবরণ 

শূন্যপদ গুলির নাম:-

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে যে দুই ধরনের নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

* Lower Division Clerk

* Laboratory Technician

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত পদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তা হল-

Lower Division Clerk-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে উচ্চমাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটারে মিনিটে অন্তত পক্ষে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

Laboratory Technician-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Medical Laboratory Technology তে অন্তত পক্ষে ৫০% নম্বর পেয়ে ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো সরকারি Laboratory/Medical Institute এ Laboratory Technician পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতার পোস্ট ডিগ্ৰি থাকতে হবে। 

নির্ধারিত বয়সসীমা:-

Lower Division Clerk পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বাধিক ৩০ বছর। এবং Laboratory Technician পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বধিক ৩২ বছর। তবে দুটি পদের ক্ষেত্রেই SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD রা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-

Lower Division Clerk পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বেতনের পরিমাণ হল ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত। এবং Laboratory Technician পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বেতনের পরিমাণ হল ২৯,২০০-৯২,৩০০ টাকা পর্যন্ত।

আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) সবার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nta.nic.in অথবা https://www.cnci.ac.in/career এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করলে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আসবে।

৪) এরপর সেখানে নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে। এবং ফটো লাগানোর জন্য দেওয়া জায়গায় এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো ও সিগনেচারের জন্য দেওয়া জায়গায় আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।

৫) এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র সহ অন্যান্য সব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) সবার শেষে আবেদন মূল্য হিসেবে General, OBC, EWS ক্যাটাগরির প্রার্থীরা ১০০০ টাকা এবং SC, ST ও মহিলা প্রার্থীরা ৬০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। 

৭) সব কিছু হয়ে যাওয়ার পর ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্ম ও অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

 

আবেদন করার সময় যে সব ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি হল-

১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

২) আধার অথবা ভোটার কার্ড।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।

৪) জাতিগত সংশাপত্র যদি থাকে।

৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে।

৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।

৭) কালার পাসপোর্ট সাইজের ফটো।

৮) আবেদনকারীর নিজের সিগনেচার।

নির্বাচন পদ্ধতি:-

Lower Division Clerk পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে কম্পিউটার বেসড পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে তাদেরকে একটি ৩০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এবং তার জন্য সময় দেওয়া হবে ২ ঘন্টা । এই পরীক্ষায় যারা যারা সফল হবেন তাদেরকে শর্টলিস্ট করে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। শেষমেষ এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীকে বাছাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

        অন্যদিকে, Laboratory Technician পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে কম্পিউটার বেসড পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদেরকে একটি ২০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এতে সময় দেওয়া হবে ২ ঘন্টা ৩০ মিনিট। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ডাকা হবে স্কিল টেস্টের জন্য। এই দুটি ধাপ মিলিয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে সংশ্লিষ্ট পদে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া শুরু ও শেষের তারিখ:-

চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফ থেকে প্রকাশিত শূন্যপদ গুলির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে গত ২৯ শে এপ্রিল ২০২৩এ। এবং তা শেষ হবে আগামী ২৮ শে মে ২০২৩ এ।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment