রাজ্যে জুড়ে কো অপারেটিভ ব্যাঙ্কে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ | Co-operative Bank Job Recruitment 2023

সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও নতুন করে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের সুখবর। এবারে সারা দেশ জুড়ে বিভিন্ন স্থানে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকার অধীনস্থ কো-অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে গ্ৰুপ ‘সি’ সহ বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এবং তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যেহেতু সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে সকল ন্যুনতম স্নাতক পাস বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের সংখ্যা:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ আমাদের দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা কো- অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে বিভিন্ন ধরনের অফিসার পদ মিলিয়ে মোট ৬৩৮ জন কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শূন্যপদ গুলির নাম:-

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

• Computer Programmer-1

• Computer Programmer-2

• Financial Analyst

• Marketing Officer

• Internal Auditor

• Internal Inspector

• Office Superintendent

• Branch Inspector

• Branch Manager

• Assistant Chief Supervisor

• Sub Engineer

• Statistical Officer

• Accountant

শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বেতনের পরিমাণ:-

কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকা দরকার তা হল-

Computer Programmer-1-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে MCA অথবা Computer Science এ B.E/B.Tech পাস করে থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে কোনো আবেদনকারীর যদি RBI এর লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Computer Programmer-2-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Computer Science/Information Technology তে ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে। 

Financial Analyst-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে CA/ICWA অথবা MBA পাস করে থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রেও কোনো আবেদনকারীর যদি RBI এর লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Marketing Officer-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Marketing এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে  MBA পাস করে থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রেও কোনো আবেদনকারীর যদি RBI এর লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Internal Auditor-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে CA/ICWA অথবা MBA পাস করে থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রেও কোনো আবেদনকারীর যদি RBI এর লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। 

Internal Inspector-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে  MBA পাস করে থাকতে হবে। 

Branch Manager-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে। 

Office Superintendent-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে। 

Branch Inspector-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে। 

Assistant Chief Supervisor-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে অথবা Statistics এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে M.Com পাস করে থাকতে হবে।

Sub Engineer-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Civil Engineering এ ডিগ্ৰি কোর্স Complete করে থাকতে হবে।

Statistical Officer-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে অথবা Statistics এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে M.Com পাস করে থাকতে হবে।

Accountant-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Finance এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে ২ বছরের রেগুলার কোর্সে MBA পাস করে থাকতে হবে অথবা Statistics এ অন্তত পক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে M.Com পাস করে থাকতে হবে।

        উপরিউক্ত শূন্যপদ গুলির প্রতিটিতেই চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৯/০৪/২০২৩ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে। তবে SC, ST, OBC, PwBD এবং মহিলা প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছর করে বয়সের ছাড় পাবেন।

        Computer Programmer-1, Financial Analyst, Marketing Officer, Internal Auditor এই পদ গুলির জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৪২,৭০০-১,৩৫,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। 

         Branch Inspector, Branch Manager, Internal Inspector, Office Superintendent এই পদ গুলির জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৩৬,২০০-১,১৪,৮০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

        Assistant Chief Supervisor, Sub Engineer, Statistical Officer, Accountant, Computer Programmer-2 এই পদ গুলির জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৩২,৮০০-১০৩৬০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-

এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে তা হল-

১) প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.apexbank.in এ প্রবেশ করতে হবে।

২) তারপর সেখানে Apply Online লিঙ্কে ক্লিক করুন।

৩) এরপর Click Here For New to Registration লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার, ই-মেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৫) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Save and Next button এ ক্লিক করতে হবে।

৬) এরপর এক এক করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবারও Save and Next button এ ক্লিক করতে হবে।

৭) সবশেষে অফিসিয়াল নোটিফিকেশন উল্লেখিত পরিমাণ আবেদন মূল্য Credit card, Debit card বা Net Banking এর মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৮) সবশেষে পূরণ করা আবেদন পত্র ও আবেদন মূল্যের রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি সহ অন্যান্য সব প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে।

৮) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।

৯) সেলফ ডিক্লিয়ারেন্স সার্টিফিকেট স্ক্যান করা।

নিয়োগ পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি কম্পিউটার বেসড ২০০ নম্বরের পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই কম্পিউটার বেসড পরীক্ষা ও ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল গত ১০/০৩/২০২৩ থেকে খুলে গিয়েছে এবং তা আগামী টানা এক মাস অর্থাৎ ৯/০৪/২০২৩ পর্যন্ত খোলা থাকবে। 


OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE

Leave a Comment