এখনও পর্যন্ত আমাদের সমাজে ঘরে ঘরে বহু নারী নির্যাতনের শিকার হয়ে জীবন অতিবাহিত করছেন। যা কোনো ভাবেই কাম্য নয়। সমাজে পুরুষদের মতো তাদেরও স্বাধীন ভাবে জীবন যাপন করার অধিকার রয়েছে। আর সেই কারণেই আমাদের বাংলার অত্যাচারিত নারীদের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে বহু বছর আগেই একটি দপ্তর তৈরি করা হয়েছিল যার নাম হল পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তর। এই দপ্তরের কাজই হল মূলত বাংলার নির্যাতিতা ও অসহায় নারীদের ও দরিদ্র পরিবারের শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার দিকে খেয়াল রাখা। আর এইসব কাজ গুলিই আরও তৎপরতার সঙ্গে করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের নাম:-
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অন্তর্গত নারী ও শিশু কল্যাণ বিভাগের অধীনে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে Protection Officer পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে।
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে UGC অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে Social Work/History/Geography/English/Political Science/Economics/Sociology/International Relations/Public Administration/LLB তে মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং ই-মেইল অপারেশন এর কাজের ও দক্ষতা থাকতে হবে। এছাড়াও Social Work বিশেষ করে Women Development সংক্রান্ত কাজের অন্তত পক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১২,০০০ টাকা করে বেতন এবং তার সঙ্গে ২,০০০ টাকা করে ট্রাভেলিং অ্যলোয়েন্স সহ মোট ১৪,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
জলপাইগুড়ি জেলার নারী ও শিশু সুরক্ষা দপ্তরের অধীনে উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) Login হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর এক এক করে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
৬) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) রিসেন্ট তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডেকে নেওয়া হবে। এই তিনটি ধাপের মধ্যে শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ৩০ নম্বর, কম্পিউটার প্রাকটিক্যাল টেস্টের উপর থাকবে ১৫ নম্বর এবং ইন্টারভিউয়ের উপর থাকবে ৫ নম্বর সব মিলিয়ে মোট ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
উল্লেখিত শূন্যপদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৯/০৩/২০২৩ পর্যন্ত।