দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। চলতি বছরের এইমাত্র মাস দুয়েক আগেই ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ৪০ হাজার শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। এই একই বছরের মধ্যে আবারও দেশ জুড়ে নতুন করে ১৩ হাজার শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক নিয়োগ করার সিদ্ধান্ত নিল ভারতীয় ডাকবিভাগ। আসলে দেশের প্রতিটি গ্ৰামে প্রতি ৫ কিলোমিটার অন্তর ডাক পরিষেবা নিশ্চিত করার জন্যেই ভারতীয় ডাকবিভাগের এইরুপ উদ্যোগ। তবে এরফলে যে শুধুমাত্র দেশের ডাক পরিষেবা আরও উন্নত হবে তা নয় এর পাশাপাশি ১৩ হাজার বেকার যুবক যুবতী নিজেদের কর্মসংস্থানের দিশা খুঁজে পাবেন।
ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে যত শীঘ্র সম্ভব সমগ্ৰ দেশ জুড়ে প্রতিটি গ্ৰামীন এলাকায় নতুন করে আরও ৫ হাজার ৭৬৪ টি পোস্ট অফিসের শাখা তৈরি করা হবে। এবং সেখানে ৫ হাজার ৭৬৪ জন গ্ৰামীন ডাক সেবক, ৭ হাজার ৮২ জন সহকারী গ্ৰামীন ডাক সেবক, ২৭৫ জন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, ১২০ জন মেইল গার্ড এবং ইন্সপেক্টর পদে ৬০ জন কর্মীকে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্ৰামীন ডাক সেবক পদে নিযুক্ত কর্মীদের বার্ষিক ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং সহকারী গ্ৰামীন ডাক সেবক পদে নিযুক্ত কর্মীদের বার্ষিক ১ লক্ষ ৬১ হাজার ১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
মাস কয়েক আগে নাগাদ কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশানুসারে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে সার্ভে চালানো হয়েছিল। আর সেই সার্ভের রিপোর্ট অনুযায়ীই সারা দেশ জুড়ে যেসব গ্ৰামীন এলাকা গুলিতে এখনও পর্যন্ত ডাক পরিষেবা পৌঁছয় নি সেই সব জায়গা গুলিতে নতুন ব্রাঞ্চ তৈরির জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছিল এবং ইতিমধ্যেই গত ২২ শে মার্চ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে অনুমোদনও মিলেছে।
কেন্দ্রীয় সরকারের অধীনে হোক বা রাজ্য সরকারের অধীনে বর্তমানে আমাদের দেশ তথা রাজ্যে সরকারি চাকরির যা হাল তাতে করে অগনিত শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীরা বারংবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে কম্পিটিটিভ পরীক্ষায় পাস করা সত্ত্বেও রাজনৈতিক দল গুলির দুর্নীতির কারণে বারবার চাকরি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে বছরের শুরুতেই একবার ৪০ হাজার শূন্যপদে এবং মাঝামাঝি সময়ে একবার ১৩ হাজার শূন্যপদে গ্ৰামীন ডাক সেবক নিয়োগের ঘোষণা যে দেশের প্রতিটি প্রান্তের বেকার যুবক যুবতীদের মনে বেকারত্বের গ্লানি মুছে কিছুটা হলেও আশার আলো জ্বালিয়ে তুলবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…