বিরাট সুখবর! সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আর এরই মধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে এইসব পদ গুলিতে কর্মী নিয়োগ না হওয়ার ফলেই এই বিপুল সংখ্যক শূন্যপদ তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার নবান্নে সংঘটিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা করেন। এবং আলোচনার শেষে তিনি জানান যে ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়ার তোড়জোড় জোর কদমে শুরু হয়ে গিয়েছে রাজ্য সরকারি মহলে। অতি শীঘ্রই এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরন করবে রাজ্য সরকার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে ওইদিন বৈঠকে মুখ্যমন্ত্রী নাকি এও বলেন যে অনেক দিন আগেই তিনি এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণের ছাড়পত্র দেওয়া সত্ত্বেও এই নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তার কারনও অবশ্য জানিয়েছেন তিনি।
এই ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদের মধ্যে কোন ক্ষেত্রে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তার হিসেব ও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে রাজ্যে প্রাইমারী স্কুল গুলিতে মোট ১১ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আপার প্রাইমারি স্কুল গুলিতে মোট ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের অঙ্গনওয়াড়ী প্রকল্পে নিয়োগ করা হবে ৯,৪৯৩ জন কর্মী। তাছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ১২ হাজার গ্ৰুপ ‘ডি’ পদেও কর্মী নিয়োগ করা হবে ।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে তো নিয়োগ করা হবেই সেইসঙ্গে চিকিৎস পদে ২ হাজার জন, নার্স পদে ৭ হাজার জন এবং পুলিশ বিভাগে ২০ হাজার জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। সুতরাং সব মিলিয়ে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থান হবে।
সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতির জেরে জেরবার রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে আরও অন্যান্য পদে কর্মী নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একের পর এক মামলা চলছে। তার মধ্যে কোনো কোনো মামলার বিচারে রাজ্যের বিভিন্ন জায়গার সাংসদ, বিধায়ক সহ আরও বিভিন্ন মন্ত্রীদের গ্ৰেফতার করা হচ্ছে। অন্যদিকে রাজ্যের লক্ষ লক্ষ বেকার চাকরিপ্রার্থী চাকরির দাবি জানিয়ে রাস্তায় নেমে আন্দোলনে অবতীর্ণ হচ্ছেন। এই সবকিছু মিলিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে । তবে মঙ্গলবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী স্বয়ং যে ১ লক্ষ ২৫ হাজার নিয়োগের ঘোষণা করেছেন তা পশ্চিমবঙ্গের এই বেসামাল পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রন করতে পারবে বলে সরকারের তরফে আশা করা হচ্ছে।