পশ্চিমবঙ্গের বিশাল বড় কর্মসংস্থানের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের প্রায় 35 হাজার কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকার চালু করতে চলেছে ‘জীবন হাব’ নামে নতুন কর্মসূচি যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিবেন এবং তৃতীয় বার ক্ষমতায় আসার পরে তিনি কর্মসংস্থানের দিকে নজর দিয়েছেন। শিল্প সহ আরও বিভিন্ন সেক্টরে পশ্চিমবঙ্গের প্রচুর কর্মী নিয়োগ করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবার রাজ্য সরকার চালু করেছে জীবন হাব নামের এক নতুন কর্মসূচি যেখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
৩৫ হাজার কর্মসংস্থান পশ্চিমবঙ্গে
ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন জীবন হাব প্রকল্পের মাধ্যমে রাজ্য 35000 কর্মসংস্থান হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রথমে বেকার যুবক-যুবতীদের ব্লকের ব্লকের প্রশিক্ষণ ট্রেনিং দিয়ে তাদের কর্ম দক্ষ করে তোলা হবে তারপর তাদের যোগ্যতা অনুযায়ী কাজে নিয়োগ করা হবে। যারা যারা ট্রেনিং দিব তাদের প্রত্যেকেরই সরকার চাকরি দেবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই একটি বিরাট বড় কর্মসংস্থান হবে বলে জানা যাচ্ছে।
‘জীবন হাব’ কর্মসূচী উদ্দেশ্য কি?
মূলত শিল্পক্ষেত্রে ও বিভিন্ন ক্ষুদ্র ও অন্যান্য শিল্প অগ্রধিকার ও কাজের সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন জীবন হাব নামে নতুন কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে মানুষ ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে কুটির শিল্প সম্পর্কে সচেতন হবে এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দিবে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জনসাধারণকে কাজের সুযোগ করে দিয়ে বেকারত্বের পরিমাণ কমানোর চেষ্টা করছে।
‘জীবন হাব’ কর্মসূচী প্রথম বাস্তবায়ন
এই প্রকল্পের প্রথম শুরু হবে উত্তর ২৪ পরগণা জেলার খড়দহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির বিলকিন্দা গ্রাম পঞ্চায়েতে। এখান থেকে বাস্তবায়িত হওয়ার পরে এই প্রকল্প আস্তে আস্তে সমগ্র রাজ্যের প্রত্যেকটি ব্লকে ব্লকে শুরু হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি ব্লকেই কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনি কাজ করার সুযোগ পাবেন। এটি রাজ্য সরকারের প্রকল্প এবং রাজ্য সরকার কাজে নিযুক্ত করবে।