মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় ফুড -সাপ্লাই ডিপার্টমেন্ট এর কর্মী নিয়োগ করা হচ্ছে । আপনি যদি পশ্চিমাদের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যে কোন জায়গার বাসিন্দা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। নতুন করে পশ্চিমবঙ্গের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ(walk-in-interview) এর মাধ্যমে আপনার চাকরি হয়ে যাবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশনও দেওয়া আছে বিস্তারিত জেনে নিন।
পদের নাম: অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর(ADEO)
প্রতিষ্ঠানের নাম : রাজ্যের ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এ নিয়োগ করা হচ্ছে।
নোটিফিকেশন প্রকাশের ডেট: নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 07/12/2021 তারিখে।
আবেদন পদ্ধতি:
ইন্টারভিউ এর তারিখ: 14-12-2021 তারিখে বেলা 11 টার মধ্যে আপনাকে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার যেকোন প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে আপনাকে 13000/- টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে।
ইন্টারভিউ স্থান: বিরসা মুন্ডা অডিটোরিয়াম, রানিবাঁধ বিডিও অফিস, বাঁকুড়া।
কি কি ডকুমেন্ট জমা দেবেন:
i. আবেদন ফরম ফিলাপ করতে হবে,
ii. সাম্প্রতিক তোলা আপনার পাসপোর্ট সাইজের কালার ফটো সেল্ফ অ্যাটেস্টেড করে ফরমের সঙ্গে যুক্ত করতে হবে,
iii. বয়সের প্রমাণপত্র (অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক সার্টিফিকেট),
iv. গ্রাজুয়েশন পাস মার্কশিট,
v. কম্পিউটার সার্টিফিকেট,
vi. পরিচয় পত্র হিসেবে -আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড,
vii. স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে- ভোটের কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট অথবা রিসেন্ট ইলেকট্রিক বিল অথবা ড্রাইভিং লাইসেন্স।