শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যে জেলা ভিত্তিক পৌরসভায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ | WB Municipal Recruitment 2023

সমগ্ৰ পশ্চিমবঙ্গের নারী পুরুষ নির্বিশেষে সকল শিক্ষিত বেকার চাকরিপ্রার্থীদের জন্য আজ আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আবারও নতুন করে একটি সরকারি দপ্তরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আর তা হল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্যের পৌরসভা গুলিতে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলার যে কোনো প্রান্ত থেকেই সকল শিক্ষিত নারী পুরুষ উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই বেশি দূরে না গিয়ে বাড়ির কাছাকাছি কোনো পৌরসভাতে মাসিক মোটা অংকের বেতনের চাকরি পাওয়ার এমন এক সুযোগ হাতছাড়া না করে চটপট আবেদন করে ফেলুন আর আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কত থেকে কত বছরের মধ্যে বয়স হতে হবে, কত দিনের মধ্যে আবেদন করতে হবে এবং কিভাবে করতে হবে এই সব কিছু বিশদে জানতে চাইলে আমাদের প্রতিবেদনটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে জেনে নিন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে রাজ্যে জেলা ভিত্তিক পৌরসভায় যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেগুলি হল-

• Medical Officer General Duty

• Staff Nurse

• Community Health Assistant

• Part Time Specialist Medical Officer (Medicine)

• Part Time Specialist Medical Officer(Paediatrics)

• Part Time Specialist Medical Officer(G&O)

• Part Time Specialist Medical Officer(Opthalmologist)

• Medical Officer Full Time

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকা থাকতে হবে এবং প্রত্যেক পদের ক্ষেত্রে যেভাবে চাকরিতে নিয়োগ করা হবে তা হল-

Medical Officer General Duty-

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Medical Council Of India এর অধীনে থাকা যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে West Bengal Medical Council অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ১ বছরের ইন্টার্নশিপ complete করে থাকতে হবে।

বয়সসীমা:-

এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে। 

বেতন কাঠামো:-

এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ৬০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Staff Nurse-

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং ট্রেনিং বা B.Sc নার্সিং ট্রেনিং complete করে থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে।

বয়সসীমা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। 

বেতন কাঠামো:-

এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Community Health Assistant-

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Indian Nursing Council/West Bengal Nursing Council অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে GNM/ANM নার্সিং কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও বাংলা ভাষায় কথা বলতে পারদর্শী হতে হবে।

বয়সসীমা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ২১-৪০ বছরের মধ্যে।

বেতন কাঠামো:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Part Time Specialist Medical Officer (Medicine)-

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে West Bengal Medical Council অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে Medicine এ DNB/পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি Complete করে থাকতে হবে। এবং Medical Council Of India অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি Complete করে থাকতে হবে। 

বয়সসীমা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে।

বেতন কাঠামো:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি সপ্তাহে তিন দিন অন্তর ৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Part Time Specialist Medical Officer(Paediatrics)-

শিক্ষাগত যোগ্যতা:-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে West Bengal Medical Council অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে Paediatric এ DNB/পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি/ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এবং Medical Council Of India অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি Complete করে থাকতে হবে। 

বয়সসীমা:-

এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী ৬২ বছরের মধ্যে।

বেতন কাঠামো:-

সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি সপ্তাহে তিন দিন অন্তর ৩,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

        বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চাইলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে জেনে নেবেন।

আবেদন করার নিয়মাবলী:-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে রাজ্যে জেলা ভিত্তিক পৌরসভায় যে সব শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সব শূন্যপদ গুলিতে চাকরি পাওয়ার জন্য আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যা যা জানার সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।

৩) এরপর এই নোটিফিকেশনের ১০-১১নং পৃষ্ঠায় একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেখান নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে এবং ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে ফর্মটিকে ফিলাপ করে নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় নথীপত্র গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ যে আবেদনকারী যে পদের জন্য ইন্টারভিউ দেবেন তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেটের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তার অরিজিনাল কপি এবং এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

৬) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

৭) আগে থেকে পূরণ করে রাখা অ্যাপ্লিকেশান ফর্মের অরিজিনাল কপি।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-

উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে Medical Officer এবং প্রতিটি আলাদা আলাদা Specialist Medical Officer পদের জন্য আগামী ২৩/০২/২০২৩ তারিখ বেলা ১১ টা ৩০ মিনিট থেকে এবং Community Health Assistant ও Staff Nurse পদের জন্য আগামী ২৪/০২/২০২৩ বেলা ১১ টা ৩০ মিনিট থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় বেলা ১১টার মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-

        Office Of The Chief Medical Officer

        Of Health, Darjeeling and District

        Health and Family Welfare samiti,

        Siliguri Mahakuma Parishad 

         Building(2nd floor), Hakimpara,

         Landmark- Near Bhutia Market,

         Siliguri-734001.


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment