আবারো মাধ্যমিক পাসে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ এর নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাসেও বেশকিছু শূন্য পদ রয়েছে। এখানে প্রচুর শূন্য পদ রয়েছে এবং মাধ্যমিক যোগ্যতায় পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত দেখবেন এখানে বিভিন্ন শূন্যপদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল এবং সবশেষে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া থাকবে যেটা ডাউনলোড করে আপনারা চাকরির সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনার কম্পিউটার জানতে হবে ও টাইপিং দক্ষতা থাকতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে পে লেভেল 2 অনুযায়ী প্রতিমাসে 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ: এখানে মোট 27 টি শুন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ: এখানে মোট 26 টি শুন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্য পদ: এখানে মোট 7টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস হতে হবে।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে পে লেভেল 1 অনুযায়ী প্রতিমাসে 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্য পদ: এখানে মোট 8টি শূন্য পদ রয়েছে।
এছাড়াও মাধ্যমিক পাশে এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- ফায়ারম্যান, রাধুনী, মডেল মেকার, কার্পেন্টার, ওয়াশম্যান। এই সব পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং আপনি যে পদে আবেদন করবেন তার যোগ্যতা থাকতে হবে। সব মিলিয়ে এখানে মোট 107 টি শুন্য পদ রয়েছে।
বয়স সীমা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হন তাহলে আপনি 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে আপনি 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে সেখানে আপনারা আবেদনের ফরম টি পেয়ে যাবেন সেটি প্রিন্ট আউট করে তারপর সেটি ভালোভাবে ফিলাপ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্টসের জেরক্স দিয়ে সেটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে আবেদনপত্রটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে- “The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN – 422102”
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনাকে 21 জানুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।
এছাড়াও নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য যাবতীয় তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভাল করে পড়লেই জেনে যেতে পারবেন।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…