শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাইমারি টেটে বসতে পারবে, b.ed প্রার্থীরা পারবেনা প্রাইমারি টেট দিতে- হাই কোর্টের রায়

 

D.el.ed চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় একটি সুখবর। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত d.el.ed চাকরিপ্রার্থীরা বসতে পারবেন b.ed প্রার্থীদের আর প্রাইমারি টেটে বসতে দেওয়া হবে না এমনটাই নির্দেশ দিয়েছে রাজস্থানের যোধপুর হাইকোর্টের তরফে। সমগ্র ভারতে এই নিয়ম লাগু হতে পারে বলে আশাবাদী সকলেই। NCTE গাইডলাইনের নিয়ম পরিবর্তন করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যোধপুর হাইকোর্টের তরফ থেকে।

সবার প্রথমে NCTE গাইডলাইন জারি করেছিল যেখানে বলা হয়েছিল প্রাইমারি চাকরির পরীক্ষায় বসতে গেলে D.EL.ED ট্রেনিং বাধ্যতামূলক এবং হাই স্কুলের চাকরির পরীক্ষায় বসতে গেলে B.ED ট্রেনিং থাকা বাধ্যতামূলক। পরবর্তীকালে 2018 সালে NCTE আবার গাইডলাইনে পরিবর্তন করে নতুন গাইডলাইন জারি করেছিল যেখানে বলা হয়েছিল B.ED করা প্রার্থীরা প্রাইমারি এবং হাই স্কুল সমস্ত পরীক্ষায় বসতে পারবে। অন্যদিকে d.el.ed প্রার্থীদের শুধু প্রাইমারির মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। এনসিটির এই নিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল d.el ed ট্রেনিং করা চাকরিপ্রার্থীরা। অনেকে এই নিয়মকে কালা আইন বলেও অভিহিত করেছিলেন। পরবর্তীকালে কোর্টে কেস করা হয় এই নিয়ে এবং দীর্ঘদিন পর অবশেষে ফাইনাল রায় দিয়েছিল কোর্ট যেখানে বলা হয়েছে d.el.ed প্রার্থীরা শুধু প্রাইমারিতে বসতে পারবে b.ed প্রার্থীদের প্রাইমারিতে কোন স্থান নেই। NCTE এই নতুন নিয়ম লাগু হলে সমগ্র দেশেই লাগু হবে, কারণ এনসিটি কোনকিছু কোন নির্দিষ্ট রাজ্য বা কোন নির্দিষ্ট স্থানের জন্য লাগু করতে পারেনা এনসিটির যা নিয়ম সেটা সমগ্র রাজ্য ও সমগ্র দেশ ফলো করে। এখন দেখার বিষয় কবে এই নিয়মের পরিবর্তন হয়।

তবে b.ed করা চাকরিপ্রার্থীরা চাইলে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করতে পারে। NCTE যদি চায় সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারবে। তবে আপাতত যে রায় দিয়েছে সেটাই হয়তো লাগু হবে সমগ্র দেশে, এমনটাই মনে করা হচ্ছে। তাই অবশেষে আবার প্রাইমারিতে d.el.ed বহাল থাকবে বলে মনে করছে সকলেই।

1 thought on “শুধুমাত্র d.el.ed চাকরিপ্রার্থীরা প্রাইমারি টেটে বসতে পারবে, b.ed প্রার্থীরা পারবেনা প্রাইমারি টেট দিতে- হাই কোর্টের রায়”

Leave a Comment