পশ্চিমবঙ্গে কো-অপারেটিভ ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানের গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে ।আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং ব্যাংকে চাকরি করতে আগ্রহী হন তাহলে এখানে চাকরির বিরাট বড় সুযোগ রয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাংকের কর্মী নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোন স্থানের বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 21-01-2022 তারিখ পর্যন্ত। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন নিচে দেওয়া আছে যেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন।
পদের নাম:
এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Lower-division assistant,
- assistant grade 3,
- field supervisor,
- office assistant,
- cash clerk,
- and Others Post
বেতন:
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। আপনি অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে বিস্তারিত জানতে পারবেন । তবে আপনি যে পদের জন্য আবেদন করুন আপনার বেতন 25,000/- টাকা থেকে 30,000/- টাকার মধ্যে হবে।
বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স আবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST/OBC চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে যে কোন পদের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে ।
আবেদন পদ্ধতি:
আবেদনের সময় কি কি ডকুমেন্টস সাবমিট করবেন:
আবেদনের সময় আপনাকে নিচের দেওয়া ডকুমেন্টস গুলো কে আপলোড করতে হবে-
- পাসপোর্ট সাইজের ফটো
- সিগনেচার
- বাঁ হাতের Thumb Impression,
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
নিয়োগ পদ্ধতি:
1. এখানে প্রথমে আপনাকে অনলাইনে পরীক্ষা দিতে হবে । এখানে সমস্ত কোশ্চেন mcq টাইপের থাকবে। এখানে আপনাকে অংক, বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ ও রিজনিং বিষয়ের উপর 150 মার্কের পরীক্ষা হবে যেখানে দু ঘন্টা সময় থাকবে।
2. অনলাইন পরীক্ষায় পাস করলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
3. এরপর আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডাকা হবে এবং আপনার নিয়োগ হয়ে যাবে।