আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করেও বার বার ব্যার্থ হয়েছেন তাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এলেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে এমন বহু সরকারি প্রকল্প চালু করেছেন যার দরুন আমাদের রাজ্যের বহু মানুষ উপকৃত হয়েছেন। তবে এই বার তিনি শুধুমাত্র আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এক অসাধারণ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের বহু বেকার যুবক যুবতী এক স্থায়ী ও উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পাবেন। তাহলে এখন এই প্রকল্পের সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করবে উৎকর্ষ বাংলা যে বোর্ড এর দ্বারা পরিচালিত হয় সেই বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট।
শূন্যপদের সংখ্যা:- পশ্চিমবঙ্গ সরকারের এই উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে আপাতত রাজ্যের ৩০,০০০ বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী। তবে পরে আরও কর্মসংস্থান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
নিয়োগের স্থান:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো একটি নির্দিষ্ট স্থানে নিয়োগ করা হবে না। তাদের সারা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে নিয়োগ করা হতে পারে।
আবেদনকারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:- এই প্রকল্পে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি বোর্ড থেকে নুন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য। এবং সেই সঙ্গে যারা কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে I.T.I বা পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:- এখানে মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য যে যে পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করতে হবে।
২) তারপর সেখানে অনেক গুলো কোর্সের Option আসবে।
৩) সেখান থেকে আপনার নিজের পছন্দ মতো একটি কোর্স বেছে নিন।
৪) তারপর একটি অনলাইন আবেদন পত্র আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে। এবং আপনার নিজের একটি সিগনেচার স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে।
৬) এরপর আপনার নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন Complete।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- এই ফর্মের সঙ্গে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) দেশের বা রাজ্যের নাগরিক হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:- এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীরা এই প্রকল্পে আবেদন করার সময় যে কোর্সের জন্য আবেদন করেছিলেন সেই বিষয়ে ভালো করে ৩ মাস কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করানো হবে। এই ট্রেনিং টি সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে। বরং ট্রেনিং চলাকালীন সরকার প্রতিটি ট্রেনি কে স্টাইপেন্ড হিসেবে কিছু টাকাও দেবে। এবং ৩ মাস পর ট্রেনিং শেষ হয়ে গেলে আবেদনকারী চাকরিপ্রার্থীদের চাকরিতে নিয়োগ করার ব্যাবস্থা করা হবে।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…