সম্পূর্ণ বিনামূল্যে ৯০০০ টাকা স্টিপেন্ড সহ BSNL কোম্পানিতে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ | BSNL Job Recruitment

আমাদের দেশের প্রাচীন তম টেলিকম কোম্পানি যারা সর্বপ্রথম দেশে টেলিকম সার্ভিস শুরু করেছিল তার নাম হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। তবে সর্বপ্রথম ভারতে এই কোম্পানি গড়ে উঠলেও বর্তমানে বিদেশে এর বহু শাখা গড়ে উঠেছে। আর এইবারে এই বিখ্যাত টেলিকম কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে মাসিক ৮,০০০-৯,০০০ টাকা স্টিপেন্ড সহ ১ বছরের প্রশিক্ষনের মাধ্যমে বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। BSNL কোম্পানির তরফ থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র সাধারণ স্নাতক ডিগ্রি পাস যোগ্যতায় এবং কেবলমাত্র অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হবে। সুতরাং সারা দেশের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক। নীচে এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

শূন্যপদের নাম:-

BSNL কোম্পানিতে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর মাধ্যমে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

• Graduate (Technical/Non Technical)

Apprentice

• Diploma Apprentice

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ দুটিতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে AICTE/GOI অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে Telecommunications/Electronics/Electrical/Radio/Computer/Instrumentation/Information Technology তে গ্ৰ্যাজুয়েশান পাস করে থাকতে হবে। 

নির্ধারিত বয়সসীমা:-

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST ও PWD প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। 

স্টিপেন্ডের পরিমাণ:-

BSNL কোম্পানির তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত নিজেদের যোগ্যতায় প্রশিক্ষণ নেওয়ার জন্য নির্বাচিত হবেন তাদের মধ্যে গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস দের প্রতি মাসে ৯,০০০ টাকা করে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস দের প্রতি মাসে ৮,০০০ টাকা করে স্টিপেন্ড দেওয়া হবে।

আবেদন করার নিয়মাবলী:-

এখানে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.mhrdnats.gov.in লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৪) এরপর একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Ok করে Next Button এ ক্লিক করতে হবে।

৫) এরপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

প্রয়োজনীয় নথীপত্র:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি সহ অন্যান্য সব শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৪) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

BSNL কোম্পানির তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের গ্ৰ্যাজুয়েশন বা ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে ১ বছরের প্রশিক্ষনের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা:-

এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১০ ই এপ্রিল ২০২৩ পর্যন্ত। 


OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Leave a Comment