কেন্দ্র সরকারের তরফ থেকে ইতি মধ্যেই সমস্ত সরকারি কর্মী ও সঙ্গে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হয়েছে । কেন্দ্র সরকারের সঙ্গে সঙ্গে এবার রাজ্য সরকারের তরফেও এই ঘোষণা করা হবে । কেন্দ্র সরকারের এই বেতন বৃদ্ধির অধীনে পড়বে সমস্ত আশা কর্মী ও আইসিডিএস কর্মী ও সঙ্গে বেতন বৃদ্ধি হবে সমস্ত হেলপার ও ওয়ার্কারদের ।অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে প্রায় দেড় কোটি কর্মীরা এই বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।
রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশাল বড় সুখবর আনতে চলেছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। যারা যারা এই সংস্থার আওতায় পড়বে তারা হল রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ার, আশা কর্মী, হেল্পার ও ওয়ার্কার, পঞ্চায়েত ও পৌর কর্মী, ভিলেজ ও হেলথ কর্মী, ক্যাজুয়াল ওয়ার্কার, গ্রুপ ডি, স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মী, ভিআরপি সহ সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা এই সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে।মুর্শিদাবাদের প্রশাসনিক ভবনে বসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন এবং সেই মোতাবিক রাজ্য সরকার তড়িঘড়ি কাজ শুরু করে দিবে বলে জানা যাচ্ছে।এবার অভিজ্ঞতার ভিত্তিতে বেতনক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর।
এখানে ক্লিক করে আরও বিস্তারিত পড়ুন
কি কি সুবিধা পাবেন এই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ও গ্রুপ-D কর্মীরা এক নজরে দেখে নিন –
5 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 12000 টাকা ।
5 -10 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 14 হাজার টাকা ।
10 থেকে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 18000 টাকা ।
15 থেকে 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 21 হাজার টাকা।
এবং 20 বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা পাবেন 24 হাজার 500 টাকা।
এটা কোনও দিনই হবে না
9008-FP Order টা এমন ভাবেই করেছে যে, জাতে করে ৫ বছর বা ৫-১০ বছর যারা কাজ করছেন, তাদের কোন ভাবেই মাইনে বাড়বে না। কেননা এমন কর্মী আছেন যারা ২০১১ সালের আগে জয়েন করেন নি।
তাই সব অর্ডার অথোই জলে।
Yes, it's not Central Govt. It's মা-মাটি-মানুষের Govt. pleased for only Banerjee family.