পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। রাজ্যে একের পর এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যেই জানানো পশ্চিমবঙ্গে এবার বেকার যুবক-যুবতীদের কথা ভেবে প্রচুর কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি রাজ্যে গ্রন্থাগারিক পাল লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ হতে যাচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই জানানো হয়েছে সমগ্র রাজ্য জুড়ে প্রায় 1500 টি গ্রামীন গ্রন্থাগার রয়েছে যেখানে 738 টি গ্রন্থাকার বা লাইব্রেরিয়ান পদ ফাঁকা রয়েছে।
ইতিমধ্যেই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানিয়েছেন রাজ্যের গ্রামীন গ্রন্থাগার গুলিতে অতি দ্রুতই কর্মী নিয়োগ করা হবে। গ্রন্থাগার গুলি সাধারণত জনশিক্ষা প্রসারে সহায়তা করে। লকডাউন এর কারণে দীর্ঘদিন ধরে এ রাজ্যের গ্রন্থাকার গুলি বন্ধ ছিল কিন্তু এবার গ্রন্থাকার গুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রচুর কর্মসংস্থানের টান পড়েছে এই গ্রন্থাগার গুলিতে। রাজ্যের গ্রন্থকার গুলিতে কর্মী নিয়োগ করে আবার নতুন করে গ্রন্থাকারগুলি খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
দক্ষিণ দিনাজপুরের জেলা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। যেখানে আগামী সোমবার এই বইমেলা উদ্বোধন এর জন্য গ্রন্থাকার মন্ত্রীকে ডাকা হয় এবং তিনি উদ্বোধন অনুষ্ঠানে এসে এই কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ইতিমধ্যে নিয়োগের কার্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, যার ফাইল রয়েছে অর্থ দফতরে। তিনি আরো জানান রাজ্যের প্রায় দেড় হাজার গ্রন্থাগার রয়েছে যেখানে সর্বমোট 737 জন কর্মী নিয়োগ করা হবে। এই কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে। এখানে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
গ্রন্থাগার মন্ত্রী আরও জানিয়েছেন বিধানসভা ভোটের আগেই রাজ্যের মন্ত্রী সভায় গ্রন্থাগারের লোক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু লকডাউন এর কারণে গ্রামীণ কোন থাকার গুলো বন্ধ থাকায় এর উদ্যোগ নেয়নি রাজ্য সরকার। লোকের অভাবে প্রচুর গ্রন্থাকার গুলো এখন বন্ধের মুখে। কিন্তু এই গ্রন্থকার গুলি থেকেই জ্ঞানের প্রসার ঘটে। কিন্তু লোকের অভাবে এই গ্রন্থাকার গুলো বন্ধের মুখে। নতুন করে আবার গ্রন্থাকার গুলো পুনরুজ্জীবিত করতে কর্মী নিয়োগ করে নতুন উদ্যোমে আবার গ্রন্থাকার গুলো চালু করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আরও জানা গিয়েছে শুধু রাজ্যের গ্রামীন গ্রন্থাগার গুলি ছাড়াও টাউন গ্রন্থাগার ও কলেজ গ্রন্থাগারের সব মিলিয়ে মোট চার হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।