কোন নতুন চাকরি নেওয়ার ব্যাপারে আমাদের রাজ্য সরকার মোটেও সুবিধাজনক নয় কারণ সরকার নতুন কোন চাকরি নেওয়ার জন্য নোটিফিকেশন জারি করে ঠিকই এবং আবেদনপত্র গ্রহণ করে কোন কোন ক্ষেত্রে পরীক্ষাও গ্রহণ করে কিন্তু পরীক্ষার পরবর্তী পদক্ষেপ কী হওয়া দরকার সেটা সরকার একেবারেই ভুলে যায়। এরকমই আর একটি দৃষ্টান্ত উঠে এসেছে মাদ্রাসা কমিশনের গ্রুপ ডি exam এর পরীক্ষার্থীদের নিয়ে। দীর্ঘ ১০বছর পরীক্ষার ফলাফল না বের করার,এবং সুপ্রিম কোর্টের অর্ডারে কমিশন বৈধ হয়েও মাদ্রাসা কমিশন এর গ্রুপ d exam রেজাল্ট বের করেনি।
ফেব্রুয়ারী ২০২০ তে মহামান্য কলকাতা হাই কোর্টে কেস করে চাকরিপ্রার্থীরা । হাই কোর্টের থেকে ৬মাসের মধ্যে রেজাল্ট বের করার নির্দেশ থাকে। এর পর চাকরিপ্রার্থীরা আদালত অবমাননা করার মামলা করে । কিন্তু ৬মাস পেরিয়ে যাওয়ার পরেও কমিশন রেজাল্ট বের করেনি। আমাদের সরকারের সব কিছু মনে থাকে কিন্তু চাকরির পরীক্ষা নিয়ে যে তাদের রেজাল্ট বের করে তাড়াতাড়ি নিয়োগ করতে হবে সেটা ভুলে যায়।
দেখলে দেখা যাবে আমাদের রাজ্যের অনেক চাকরি আইনি জোটে জড়িয়ে আছে শুধু মাত্র সরকারের গাফিলতির জন্য। আজ চাকরি পাবার জন্য আমাদের রাজ্যে মাঝে মাঝে আন্দোলন হচ্ছে শুধুমাত্র সরকারের গাফিলতির জন্য। সরকার চাইলে এইসব নিয়োগ করতে পারে , হয়তো সরকার ইচ্ছা করেই এইসব নিয়োগ করে না।
সিভিল কোর্টে অষ্টম শ্রেণী পাস যোগ্যতাতে প্রচুর গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | WB Court…
পশ্চিমবঙ্গে ১৭২৯ টি শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী নিয়োগ | WB ICDS Anganwadi Recruitment পশ্চিমবঙ্গের অঙ্গনওয়ারী…
রাজ্যে বিমান বন্দরে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন বেকার চাকরী…
মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় ৪,৫৯৭ টি শূন্যপদে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ…
যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশেষে তাদের জন্য সুখবর চলে এলো।…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হয়। বিরাট বড় সিদ্ধান্ত…