সুখবর! অষ্টম থেকে দ্বাদশ পাশে শতাধিক শূন্য পদে পশ্চিমবঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী নিয়োগ | WB Govt Group-D Job Recruitment

 রাজ্যের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস ও আরো বিভিন্ন যোগ্যতায় গ্রুপ ডি, গ্রুপ সি পোস্ট সহ লাইবেরিয়ান, পিয়ন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও আরো বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে অষ্টম শ্রেণী পাস করে সরকারি চাকরির খোঁজ করছেন তারাও এখানে চাকরির সুযোগ পাবেন। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থী উচ্চ মাধ্যমিক পাস অথবা অন্যান্য যোগ্যতায় পাশ করে আছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নিতে পারেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন ও চাকরি করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রচুর পরিমাণে বেতন দেওয়া হবে। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হল যেগুলো  ভালো করে দেখে নেবেন।

পদের নাম: এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পাস ও আরো বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ধরনের পদ রয়েছে। এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant,)

2.  জুনিয়র পিয়ন (Junior Peon)

3 Junior Library Assistant,

4.Technical Assistant Gr.-II,

নিচে প্রত্যেকটি পদ আলাদা আলাদা ভাবে ও বিস্তারিত আলোচনা করা হলো ।

1. পদের নাম:  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant,)

মোট শূন্যপদ: এখানে মোট 78 শূন্যপদ রয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য শূন্য পদ আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে( General: 41 SC: 17 ST: 5 OBC-A: 8 OBC-B: 5 PH: 2)

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

বেতন: এখানে পে লেভেল 5 অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেসিক পে Rs.27500/- টাকা থেকে Rs.70,600/- টাকা পর্যন্ত। এছাড়াও এখানে চাকরি করলে রাজ্য সরকারি চাকরিতে যে সমস্ত allowances রয়েছে সমস্ত কিছুই চাকরিপ্রার্থীরা এখানে পেয়ে যাবেন।

2. পদের নাম:  জুনিয়র পিয়ন (Junior Peon)

মোট শূন্যপদ: এখানে মোট 15 টি শূন্যপদ রয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য শূন্য পদ আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে( General: 7 SC: 5, ST: 1, OBC-A: 1, PH: 1)

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে।

বেতন: এখানে পে লেভেল 1 অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেসিক পে Rs.18,500/- টাকা থেকে Rs.47,600/- টাকা পর্যন্ত। এছাড়াও এখানে চাকরি করলে রাজ্য সরকারি চাকরিতে যে সমস্ত allowances রয়েছে সমস্ত কিছুই চাকরিপ্রার্থীরা এখানে পেয়ে যাবেন।

3. পদের নাম:  Junior Library Assistant,

মোট শূন্যপদ: এখানে মোট 23 শূন্যপদ রয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য শূন্য পদ আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে( Gen-10, SC-6, ST-2, OBC-A-2,OBC-B-2,PH-1)

শিক্ষাগত যোগ্যতা: Bachelor Degree followed by Diploma/Degree in Library Science from a recognized University.

বেতন: এখানে পে লেভেল 8 অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেসিক পে Rs.35800/- টাকা থেকে Rs.92,100/- টাকা পর্যন্ত। এছাড়াও এখানে চাকরি করলে রাজ্য সরকারি চাকরিতে যে সমস্ত allowances রয়েছে সমস্ত কিছুই চাকরিপ্রার্থীরা এখানে পেয়ে যাবেন।

4. পদের নাম:  Technical Assistant Gr.-II,

মোট শূন্যপদ: এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য শূন্য পদ আলাদা আলাদা ভাবে ভাগ করা রয়েছে( Gen-1, SC-1)

শিক্ষাগত যোগ্যতা: B.Sc./BCA/Diploma in Engineering recognized by the State Council of Technical Education.

বেতন: এখানে পে লেভেল 8 অনুযায়ী চাকরিপ্রার্থীদের বেসিক পে Rs.35800/- টাকা থেকে Rs.92,100/- টাকা পর্যন্ত। এছাড়াও এখানে চাকরি করলে রাজ্য সরকারি চাকরিতে যে সমস্ত allowances রয়েছে সমস্ত কিছুই চাকরিপ্রার্থীরা এখানে পেয়ে যাবেন।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে তবে যে সমস্ত চাকরিপ্রার্থী সংরক্ষিত শ্রেণীর তারা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরি প্রার্থীরা 5 বছর এবং OBC চাকরি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে আবেদনের লিংক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে প্রথমে চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীকালে সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে রাখতে হবে।

এখানে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে রাখবেন:

1.সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

2. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

3.বয়সে প্রমাণপত্র

4.পাসপোর্ট সাইজের ফটোকপি

6.নিজস্ব সিগনেচার

7.আধার কার্ড অথবা ভোটার কার্ড

আবেদনের শেষ তারিখ: এখানে ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সরাসরি অনলাইনে আবেদন চলবে ৪/৮/২০২২ তারিখ পর্যন্ত।

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা প্রথমে অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment