সারা দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার সারা রাজ্য জুড়ে ঘরে ঘরে হবে চাকরি। আর কেউ থাকবে না বেকার। সারা রাজ্য জুড়ে একসাথে প্রায় ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ তথা শিক্ষক নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ ১লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট পেশ করার সময়ই একথা জানিয়েছেন তিনি। আর এই খবর শোনা মাত্রই যে আমাদের দেশের প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর মন এক লহমায় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু এই যে ৪০ হাজার শূন্যপদে শিক্ষক তথা কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে তাতে কি ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে? এটা জানার জন্য নিশ্চই চাকরিপ্রার্থীরা উৎসুক হবেন? সব জানতে পারবেন, শুধু তার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে হবে।
গতকাল অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করাকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশ জুড়ে এই ৪০ হাজারের কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করার পাশাপাশি দেশের প্রতিটি দরিদ্র পরিবারের মহিলা ও প্রবীন নাগরিকদের জন্য খুব শীঘ্রই একাধিক সামাজিক ও আর্থিক প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্তও ঘোষণা করেছেন। এছাড়াও ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও আনা হয়েছে আমূল পরিবর্তন।
যেখানে আগে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ইনকাম ট্যাক্স মুকুব করা হতো গতকাল অর্থাৎ ১ লা ফেব্রুয়ারি ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ হওয়ার পর সেই ট্যাক্স মুকুবের মাত্রা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। এবং আগে যেখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের ছাড় দেওয়া হতো গতকাল থেকে তার মাত্রা বাড়িয়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে।
ওইদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন যে আমাদের দেশের তপশিলী সম্প্রদায়ের জীবনে শিক্ষার প্রসার ঘটাতে বহু বছর আগেই সারা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে ৭৫০ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল গড়ে তোলা হয়েছে। বর্তমানে সারা দেশ জুড়ে গড়ে ওঠা এই স্কুল গুলিতে মোট শিক্ষার্থীর সংখ্যা হল প্রায় সাড়ে তিন লক্ষ। এই স্কুল গুলিতে দেশের তপশিলী সম্প্রদায়ের ছেলে মেয়েরা কম খরচে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কারিগরি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগও পাবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ বছরের মধ্যেই এই ৭৫০ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৮৮০ জন শিক্ষক নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। আর এর ফলে দুই দিক থেকে লাভ হবে। একদিকে যেমন স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকার কারণে তপশিলী সম্প্রদায়ের শিক্ষার্থীদের জীবনে দ্রুত শিক্ষার প্রসার ঘটবে তেমনি অন্যদিকে সারা দেশ জুড়ে বহু বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ মিলবে। তাই কেন্দ্রীয় সরকারের ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ যে সারা দেশের বেকার যুব সম্প্রদায় থেকে শুরু করে দরিদ্র শ্রেণীর মহিলা ও প্রবীন নাগরিকদের এবং চাকুরীজীবী ও ব্যাবসায়ীদের জীবনে এক অনন্য খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে সেকথা বলাই বাহুল্য।
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…