আপনি কি একজন অষ্টম শ্রেণী পাস বেকার চাকরিপ্রার্থীর? বর্তমানে সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি পাওয়ার জন্য সচরাচর যে ধরনের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় তা না থাকার কারণে চাকরির আশা ছেড়ে দিয়েছেন? তাহলে বলব এখনই এতটা ভেঙে পড়ার কিছু হয়নি। কারন আজ আমরা এমন এক সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি যেখানে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই। ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনি এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে এমন এক ধরনের শূন্যপদ রয়েছে যেখানে স্নাতক পাস চাকরিপ্রার্থীরাও চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে যে কোনো পদের জন্য আবেদনের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওই ডিপার্টমেন্টের অধীনে কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে যে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Driver
• Analyst
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-
Driver-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি স্কুল থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এছাড়া একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যন্ত্রচালিত যানবাহন চালানোর ক্ষেত্রে কমকরে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ডিউটি চলাকালীন চলমান অবস্থায় যদি কখনো যন্ত্রচালিত যানবাহন খারাপ হয়ে যায় তাহলে তা সারানোর মতো দক্ষতা থাকলে এক্ষেত্রে অগ্ৰাধিকার পাওয়া যাবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১১,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Analyst-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Chemistry/biochemistry/Microbiology/Dairy Chemistry তে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। অথবা Dairy Technology/Food Technology/Bio Technology তে ব্যাচেলর ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এছাড়াও অন্তত পক্ষে ২ বছর Laboratory তে Food and Water analysis এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:-
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে হলে আগে থেকে কোনো রকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে ইন্টারভিউ দিলেই চলবে। তবে তার জন্য আগে থেকে কিছু কাজ সেরে রাখতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশান টিকে ভালোভাবে পড়ে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে যা যা জানার সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।
৩) এরপর এই নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় Analyst পদের অ্যাপ্লিকেশান ফরম্যাট এবং ৪ নং পৃষ্ঠায় Driver পদের অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন।
৪) এরপর যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদের অ্যাপ্লিকেশান ফরম্যাট এর সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিয়ে সেখান নির্দিষ্ট স্থানে প্রয়োজন মতো তথ্য দিয়ে এবং ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচারের জন্য দেওয়া জায়গায় একটি সিগনেচার করে ফর্মটিকে ফিলাপ করে নিজেদের কাছে রেখে দিতে হবে ইন্টারভিউয়ের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।
৫) এছাড়াও নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিন অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে এটিও নিয়ে যেতে হবে।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে যেসব প্রয়োজনীয় প্রমান পত্র গুলি নিয়ে যেতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে Analyst পদের চাকরিপ্রার্থীরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) বয়সের প্রমানপত্র হিসেবে Driver পদের চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র হিসেবে অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট, মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট, উচ্চমাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট, স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) বৈধ ড্রাইভিং লাইসেন্স এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৭) রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৮) আগে থেকে পূরণ করে রাখা অ্যাপ্লিকেশান ফর্মের অরিজিনাল কপি।
৯) বায়োডাটার অরিজিনাল কপি।
ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা:-
উপরিউক্ত শূন্যপদ দুটির মধ্যে Analyst পদে কর্মী নিয়োগের জন্য আগামী ২০/০৩/২০২৩ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা এই পদের জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট দিনে বেলা ১১.৩০-১২.৩০ এর মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। এবং Driver পদে কর্মী নিয়োগের জন্য আগামী ২১/০৩/২০২৩ ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা এই পদের জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা নিম্মলিখিত ঠিকানায় নির্দিষ্ট দিনে বেলা ১১.৩০-১২.৩০ এর মধ্যে উপরিউক্ত সমস্ত ডকুমেন্টস সহ পৌঁছে যাবেন। দুটি পদের ক্ষেত্রেই ইন্টারভিউ স্থানের ঠিকানাটি হল-
Room No-137, 1st Floor, “Chief
Municipal Health Officer”, CMO
Building, 5 S.N Banerjee Road,
Kolkata-700013.
পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা ২০২২ এ প্রাইমারি টেট…
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সাধারণ জনসাধারণের জন্য একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে…
খাদ্য দপ্তরের তরফে বিরাট বড় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে সব…
প্রাইমারি টেট পরীক্ষার্থীর জন্য বিশাল বড় একটি সুখবর। অবশেষে যারা যারা প্রাইমারি টেট পাস করে…
দীপাবলীর আগেই সরকারি কর্মীদের DA ও পেনশন দুটোই দ্বিগুণ বাড়তে চলেছে। সরকারি কর্মী ও পেনশন…
এতদিন পর্যন্ত আমাদের রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার…