৭৫,০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সরকারের BECIL দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ | BECIL Group-C Recruitment

আপনি যদি ভারতের যে কোনো রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী একজন বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং কোনো লিখিত পরীক্ষার চাপ ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে স্থায়ী গ্ৰুপ ‘সি’ পদে মাসিক মোটা অংকের বেতনের একটি চাকরির সন্ধানে থেকে থাকেন তাহলে আজ আমাদের পত্রিকার তরফ থেকে পরিবেশিত এই বিজ্ঞাপনটি আপনার কাছে অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে বলে আশা করা হচ্ছে। ভারত সরকারের অধীনস্থ BECIL নামক দপ্তরের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সংশ্লিষ্ট দপ্তরের কয়েকটি অফিসে গ্ৰুপ ‘সি’ পদে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে। যেহেতু সারা দেশ জুড়ে এই শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে তাই ভারতের যে কোনো জায়গা থেকে সকল শিক্ষিত নারী পুরুষ উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এই সব গ্ৰুপ সি শূন্যপদ গুলিতে চাকরি করার জন্য যারা শেষ পর্যন্ত নির্বাচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে টাট  অংকের টাকা বেতন হিসেবে দেওয়া হবে। নীচে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা হল। 

নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Boardcast Engineering Consultants India Limited(BECIL) এর পক্ষ থেকে যেসব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

• Manager(ERP implementation in Academics Office)

• Manager(Examination)

• Officer (Academic Office)

• Library and Information Assistant(Library Science Field)

• Library and Information Assistant(Computer Science Field)

• Library and Information Associate(Interns)

• Library Assistant

• Technical Assistant (Digital Library)

• Network Engineer

• Application Support Engineer

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর যে ধরনের যোগ্যতা থাকতে হবে তা হল-

Manager(ERP implementation in Academics Office)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০% নম্বর সহ ফার্স্ট ক্লাস পেয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। এছাড়াও Excel এর বিষয়ে জ্ঞান থাকতে হবে সেইসঙ্গে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারদর্শী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আবেদনকারী যদি অন্তত পক্ষে ৫৫% নম্বর পেয়ে পোস্ট গ্ৰ্যাজুয়েশন ডিগ্ৰি Complete করে থাকেন এবং সঙ্গে যদি MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের বিষয়ে জ্ঞান থাকে এবং ইন্টারনেট ব্যবহারের জ্ঞান থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭৫,০০০-১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Manager(Examination)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০% নম্বর সহ ফার্স্ট ক্লাস পেয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারীর যদি MS Office এর অন্তর্গত প্রতিটি অ্যাপ্লিকেশানের বিষয়ে এবং ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জ্ঞান থাকে সেইসঙ্গে ইংরেজিতে কথা বলতে এবং লিখতে পারদর্শী হন তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭৫,০০০-১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Officer (Academic Office)-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে ৬০% নম্বর সহ ফার্স্ট ক্লাস পেয়ে গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারীর যদি Excel এর বিষয়ে জ্ঞান থাকে এবং ভালো কমিউনিকেশন স্কিল থাকে তাহলে এক্ষেত্রে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪০,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Library Assistant-

এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে Library Science/Information Science/Documentation Science এ ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে কোনো আবেদনকারী যদি Library Science/Information Science/Documentation Science এ অন্তত পক্ষে ৫৫% নম্বর পেয়ে ডিগ্ৰি এবং ডিপ্লোমা কোর্স Complete করে থাকেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান ও নেটওয়ার্কিং এর মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি অগ্ৰাধিকার পাবেন। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলেও আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের নীচে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০,০০০-৫৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

      এছাড়াও বাকি যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে চাইলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেখানে থেকে পড়ে জেনে নেবেন।

আবেদন করার নিয়মাবলী:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ BECIL এ যে কোনো শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) প্রথমে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা আপনার মোবাইল বা কম্পিউটারের browser open করে search box এ BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com অথবা https://becilregistration.in লিখে এন্টার করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন বলে option থাকবে সেখান ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।

৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

৫) এরপর এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটিকে Select করে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা Select করে next button এ ক্লিক করতে হবে।

৬) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির ছবি তুলে স্ক্যান করে আপলোড করে next button এ ক্লিক করতে হবে।

৭) সবশেষে আবেদন মূল্য হিসেবে সাধারণ ক্যাটাগরির ও OBC, Ex-Serviceman, Women প্রার্থীরা ৮৮৫ টাকা এবং SC, ST, EWS রাত ৫৩১ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৮) এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিন কারন ইন্টারভিউ এর দিন এটি সাথে করে নিয়ে যেতে হবে ‌।

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সহ যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে তাহলে সেই সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ‌।

৪)কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।

৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।

৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

৭) সাধারণ ক্যাটাগরির ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫ টাকা এবং SC, ST দের ক্ষেত্রে ৫৩১ টাকা আবেদন মূল্য।

৮) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

৯) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

কেন্দ্রীয় সরকার অধীনস্থ BECIL এর তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পরে আরও একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের সময়সীমা:-

এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৮ শেষ মার্চ ২০২৩ পর্যন্ত।


OFFICIAL NOTICE: CLICK HERE
APPLY NOW: CLICK HERE

Leave a Comment