সারা দেশের বেকার কর্মপ্রার্থীদের জন্য বিরাট নিয়োগের ঘোষণা করল সরকার। এবার দেশ জুড়ে ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা আবেদনের যোগ্য। এখানে ন্যুনতম যোগ্যতায় কর্মী নেওয়া হবে। সারা দেশের যে জায়গা থেকে বেকার কর্মপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আমাদের দেশ তথা রাজ্যের যে সকল বেকার যুবক যুবতীরা কেন্দ্রীয় সরকারের এই ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় চাকরি করতে চান তারা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ুন। নীচে শূন্যপদ সম্পর্কে, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ Mahatma Gandhi National Rural Employment Guarantee Act এর অধীনে ১০০ দিনের কাজের প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করার নিয়মাবলী:-
১০০ দিনের কাজের প্রকল্পে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে আবেদন পদ্ধতি হবে নিম্নরূপ-
১. প্রথমেই এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা Google Search box এ Mahatma Gandhi NREGA এর অফিসিয়াল ওয়েবসাইট লিখে search করতে হবে।
২. তারপর ওয়েবসাইট খুললে সেখান থেকে এই নিয়োগের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. তারপর রেজিস্ট্রেশন এর লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৪. রেজিস্ট্রেশন হয়ে গেলে সরকারের তরফ থেকে যে User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৫. এরপর অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, ই-মেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি দিয়ে ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে।
৬. এরপর সরকারের নির্দেশ অনুযায়ী প্রয়োজন ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৭. সবশেষে আবেদন মূল্য হিসেবে ২৫ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
১০০ দিনের কাজের প্রকল্পে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার অনুমোদিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। তবে উচ্চশিক্ষার অধিকারী বেকার যুবক যুবতীরা ও এক্ষেত্রে নির্দ্বধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:-
এখানে উক্ত পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা হল ১৮-৪০ বছর। অর্থাৎ ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছর বয়স পর্যন্ত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শূন্যপদের সংখ্যা:-
এই নিয়োগ কার্যের মধ্যে দিয়ে ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় মোট ১২৭৮ জন MGNREGA কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব নিম্নলিখিত নথীপত্র গুলি আপলোড করতে হবে। যেমন-
১. বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২. দেশ তথা রাজ্যের স্থায়ী বাসিন্দার প্রমান পত্র হিসেবে আধার অথবা ভোটার কার্ড।
৩. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।
৪. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
৫. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
৬. রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজ ফটো।
নির্বাচন পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে কিভাবে যোগ্য কর্মীদের বেছে নিয়ে সংশ্লিষ্ট পদে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে সরকারের তরফে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। পরে অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিশদে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে খুব শীঘ্রই তা শুরু হবে। সরকার সূত্রে জানা গিয়েছে আনুমানিক আগষ্ট মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে পরিবেশিত প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের বেঙ্গল প্রভাকর এর অফিসিয়াল ওয়েবসাইট bengalpravakar.com এ নিয়মিত চোখ রাখুন।
OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE