11403 টি শুন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি- বিরাট বড় নিয়োগ | 11403 School Teacher Recruitment 2022

 

11403 টি শুন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে 3 জানুয়ারি 2022 তারিখ থেকে। আপনি যদি শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে এটি আপনার জন্য বিশাল বড় একটি সুখবর। এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সেগুলো ভালো7 করে পড়ে তবে আবেদন করবেন।


পদের নাম:
এখানে প্রত্যেকটি সাবজেক্ট এর বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে। যেসব পদে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ARTS Teacher (3308)
Science Teacher(3914)
হিন্দি শিক্ষক(1753)
সংস্কৃতি শিক্ষক(1188)
ফিজিক্যাল এডুকেশন শিক্ষক(1218)


মোট শূন্যপদ
: এখানে সব মিলিয়ে মোট 11403 টি শূন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে উক্ত বিষয়ে গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে আপনার অবশ্যই b.ed ডিগ্রী থাকতে হবে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 3-1-2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 31 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত।


আবেদন পদ্ধতি
: এখানে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে নিচে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া থাকবে সেখান থেকে সেখান থেকে আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।


বয়স
: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি সংরক্ষিত প্রার্থী বা মহিলা প্রার্থী হন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি ex-military পারসন হন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সে ছাড় পাবেন।


বেতন
: আপনি যদি এখানে শিক্ষকতা করতে চান তাহলে আপনি যেকোন বিষয়ের উপরে শিক্ষক হলেই আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে 25,300/- টাকা পর্যন্ত। আপনি যদি ফিজিক্যাল এডুকেশন শিক্ষক হতে চান তাহলে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে15,000/- টাকা প্রতি মাসে।

OFFICIAL NOTICE: CLICK HERE

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment