Home Guard Recruitment : আমাদের রাজ্যে দিনের পর দিন বেড়েই চলেছে শিক্ষিত বেকারত্বের হার। সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছেনা কোনো লাভ। দুর্নীতির জেরে চাপা পড়ে যাচ্ছে প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা। এইসমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আজকের প্রতিবেদনে আমরা একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি। রাজ্যের হোম গার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Home Guard Recruitment-এর বিস্তারিত তথ্য
নিয়োগকারী সংস্থা : কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
পদের নাম : বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের হোম গার্ড পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা : সব মিলিয়ে প্রার্থীদের মোট ১৪,০০০ শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতন কাঠামো : এই পদে কর্মরত প্রার্থীদের দৈনিক ৬২৬ টাকা বেতন দেয়া হবে।
বয়সের সময়সীমা : এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করা যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস : আবেদন করার জন্য প্রার্থীদের যে সমস্ত নথিগুলি প্রয়োজন হবে সেগুলি হল প্রার্থীর বায়োডাটা, পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র।
Home Guard Recruitment-এ আবেদনের পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কোনো আবেদন পদ্ধতি মেনে চলতে হবে না। আবেদন করার জন্য প্রাথীদের নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে, অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, এডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স জমা করবেন। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
থানার নাম | মোট শুন্যপদ |
Barasat PD | 400 |
Bongaon | 200 |
Basirhat | 300 |
Baruipur | 400 |
Diamond Harbour | 350 |
Sundarban | 300 |
Howrah Rural | 200 |
Krishnanagar | 400 |
Ranaghat | 450 |
Murshidabad | 450 |
Jangipur | 150 |
Purba Bardhaman | 500 |
Birbhum | 500 |
Hoogly Rural | 700 |
Purba Medinipur | 250 |
Jhargram | 100 |
Paschim Medinipur | 400 |
Bankura | 400 |
Puruliya | 400 |
Malda | 220 |
Dakshin Dinajpur | 300 |
Rayganja | 100 |
Islampur | 300 |
Jalpaiguri | 400 |
Alipurduar | 400 |
Cooch Behar | 500 |
Howrah PC | 750 |
BDN PC | 1500 |
Barrackpore | 700 |
ADPC | 500 |
Siliguri | 400 |
Chandan Nagar | 700 |
Howrah GRP | 100 |
Sealdeah GRP | 150 |
Siliguri GRP | 75 |
Kharagpur GRP | 150 |
Total | 14,000 |