16500 নিয়োগে স্থগিতাদেশ তুলে দিল কলকাতা হাইকোর্ট ! 31 শে জানুয়ারি পরীক্ষার নতুন নিয়োগ হবে কয়েক বছর দেরিতে

 

অবশেষে প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর দিল কলকাতা হাইকোর্ট ।কলকাতা হাইকোর্টের তরফে সিঙ্গল বেঞ্চের থেকে যে নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেছিল ডিভিশন বেঞ্চে সেটা খারিজ করে দিল।যেমনভাবে নিয়োগ করা হচ্ছিল তেমনভাবেই নিয়োগ করা হবে এবং আটশ জন এর মতন ভ্যাকেন্সি রিজার্ভ করে রাখা হয়েছে প্রিটিশনারদের জন্য। এখানে সবথেকে বড় সুখবর হল যাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা মেরিট লিস্টে জায়গা পেয়েছে তাদের লিস্ট টাঙ্গিয়ে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট প্রাইমারি বোর্ড অথবা এপিসি ভবন টাঙিয়ে দেওয়া হবে এবং যে কেউ যখন খুশি গিয়ে ইচ্ছামতন সেগুলো লিস্ট এর ফটো তুলে নিয়ে আসতে পারবে ।

ভোটের আগে বিরাট বড় নিয়োগ হতে যাচ্ছে আমাদের রাজ্যে।তবে আপাতত এই নিয়োগ হওয়ার পরে আর খুব তাড়াতাড়ি রাজ্য সরকার প্রাইমারি টেট এর নিয়োগ করবে না তাই যারা 2021 সালে  প্রাইমারি টেটের পরীক্ষা দিলো তাদের নিয়োগ হতে হয়তো কিছুদিন দেরি হবে এমনটাই জানিয়েছে প্রাইমারি শিক্ষা বোর্ডের সভাপতি মানিক ভট্টাচার্য।তার মতে প্রাইমারি টেট এর নতুন নিয়োগ প্রক্রিয়া কয়েক বছর দেরী করে ভ্যাকান্সি এর সংখ্যা বৃদ্ধি করে তারপরে আবার নতুন করে নিয়োগ করা হবে।

Leave a Comment