আপনি কি ভারতে স্থায়ীভাবে বসবাসকারী একজন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস ছাড়াই কেবলমাত্র সাধারণ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনের একটা চাকরির সন্ধানে রয়েছেন? তাহলে আজ আমাদের চ্যানেলের তরফ থেকে পরিবেশিত এই প্রতিবেদনটি নেহাতই আপনার জন্য। কারন আজ আমরা কেন্দ্রীয় সরকার অধীনস্থ এমন এক সংস্থার তরফ থেকে প্রকাশিত হওয়া নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করতে চলেছি যেখানে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস নির্ধারন করা হয়নি। কেবলমাত্র একচান্সে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই আপনি নির্দিধায় এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদ গুলির নাম:-
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত National Council Of Science Museums এর অধীনে থাকা সারা দেশের বিভিন্ন রাজ্যের Science Museum গুলিতে বিভিন্ন ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে সব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Office Assistant Grade-III
• Artist-A
• Technician-A
• Technical Assistant-A
• Exhibition Assistant-A
• Education Assistant-A
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে পদের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা থাকতে হবে সেগুলি হল-
Office Assistant Grade-III-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি হিন্দি শব্দ এই হিসেবে ঘন্টায় ইংরেজিতে ১০,৫০০ টি এবং হিন্দিতে ৯০০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকার পরীক্ষায় পাস করার সার্টিফিকেট থাকতে হবে। এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২৭/০৩/২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Artist-A-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর Fine/Commercial Art এ ২ বছরের ডিপ্লোমা কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ১ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট থাকতে হবে। অথবা যদি চাকরিপ্রার্থী Fine/Commercial Art এ ১ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সংশ্লিষ্ট শূন্যপদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৭/০৩/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Technician-A-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের ITI কোর্স Complete করার সার্টিফিকেট থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে অন্তত পক্ষে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা যদি কোনো আবেদনকারী ১ বছরের ITI কোর্স সম্পন্ন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সংশ্লিষ্ট শূন্যপদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৭/০৩/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Technical Assistant-A-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো ইউনিভার্সিটি থেকে Electronics/Computer Science এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৭/০৩/২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে ২৯,২০০-৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
এছাড়াও বাকি যে দুটি শূন্যপদ রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিয়ে সেখান থেকে জেনে নিন।
আবেদন প্রক্রিয়া:-
কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত National Council Of Science Museums এর অধীনে থাকা Science Museum গুলিতে উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে প্রত্যেক পদের ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা Google Search box এ সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/notice/career লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথমে নাম, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে ।
৪) এরপর অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি নতুন window open হবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Next Button এ ক্লিক করতে হবে।
৫) এরপর এক এক করে যে আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে আবারও Next Button এ ক্লিক করতে হবে।
৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৮৮৫ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে। তবে SC, ST, PWD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।
৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের এবং অ্যাপ্লিকেশান ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি পাস করার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা ।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা।
৬) শারীরিক ভাবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধকতার প্রমান পত্র স্ক্যান করা।
৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৮) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।
নির্বাচন প্রক্রিয়া:-
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এতে ও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে তৃতীয় ও অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই তিনটি ধাপ হয়ে যাওয়ার পর এই তিনটি ধাপ মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
National Council Of Science Museums এর অধীনে থাকা Science Museum গুলিতে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২৭/০৩/২০২৩ পর্যন্ত।